Homeএখন খবর"সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিন", প্রধানমন্ত্রীকে অনুরোধ নির্ভয়ার আইনজীবীর

“সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিন”, প্রধানমন্ত্রীকে অনুরোধ নির্ভয়ার আইনজীবীর

ওয়েব ডেস্ক : ২০১২ সালে নির্ভয়া কান্ডের পর কেটে গিয়েছে ৮ টা বছর। দোষীদের সাজা দিতে দীর্ঘ ৭ বছর চলেছিল আইনি লড়াই। শেষমেশ অবশ্য অভিযুক্তদের ফাঁসির ব্যবস্থা করে লড়াইয়ে জয়ী হয়েছিলেন নির্ভয়ার আইনজীবী। এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আরজি জানালেন নির্ভয়ার আইনজীবী সীমা সম্বৃদ্ধি।

ইতিমধ্যেই দেশের নাগরিকদের একাংশ সুশান্তের মৃত্যু রহস্য খুঁজতে আর মুম্বাই পুলিশে ভরসা রাখতে পারছেন না। সে কারণে সকলেই এই ঘটনায় সিবিআই হস্তক্ষেপ দাবি করছেন৷ এবার নির্ভয়ার আইনজীবী সীমা সম্বৃদ্ধও সেই একই দাবিতে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আরজি জানিয়েছেন, ”মাননীয় প্রধানমন্ত্রী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ জানার অধিকার রয়েছে দেশের প্রত্যেকটি মানুষের। একমাসেরও বেশি সময় চলে গিয়েছে, মুম্বই পুলিশ সত্য উদঘাটন করতে ব্যর্থ। আমাদের অনুরোধ, আপনি এই মামলার তদন্তভার সিবিআই -এর হাতে তুলে দিন।”

এদিকে সুশান্তের আত্মহত্যার পর কেটে গিয়েছে এক মাস, কিন্তু আজও তাঁর মৃত্যুর কারণ হাতড়াচ্ছেন পরিবার থেকে অনুরাগী সকলেই। ইতিমধ্যেই মুম্বাই পুলিশের তরফে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলিউডের তাবড় তাবড় তারকাদের। কিন্তু সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে যাদের নিয়ে তোলপাড় গোটা দেশ, জানা গিয়েছে সেই করণ জোহর আর সলমন খানকেই জেরার জন্য থানায় ডাকতে নারাজ মুম্বই পুলিশ। এদিকে প্রথম থেকেই এই ঘটনাকে নিয়ে মুম্বই পুলিশের তদন্তে সন্তুষ্ট নয় অনুরাগীরা৷ ফলে ইস্যুটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার দাবিতে গত একমাসে নেটদুনিয়াজুড়ে সরব হয়েছেন অনুরাগীরা। কিন্তু কে শোনে কার কথা!

সোশ্যাল মিডিয়ার ভক্তদের সেই প্রতিবাদ কানেই তোলেননি কেউ। শেষমেশ বিষয়টি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি করা হয়েছিল। কিন্তু তাতেও কোনো লাভ না হওয়ায় অভিনেতার মৃত্যুর তদন্তের ভার যতদিন না সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে ততদিন তাঁদের আন্দোলন বন্ধ হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছিলেন সুশান্তের অনুরাগীদের একাংশ। এবার সেই তালিকাতেই যোগ দিলেন নির্ভয়া কাণ্ডের আইনজীবী সীমা সম্বৃদ্ধি।

তবে সুশান্তের মৃত্যুতে সিবিআই-এর দাবি চেয়ে যে শুধু সাধারণ মানুষই সরব হয়েছেন তা কিন্তু নয়। একই সাথে রূপা গঙ্গোপাধ্যায় সহ রাজনৈতিক স্তরেরও বেশ কয়েকজন নেতা-মন্ত্রী সিবিআইয়ের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি লেখেন। এরপরই নেতা-মন্ত্রী এবং সুশান্তের অনুরাগীদের দাবি মেনে অমিত শাহের তরফে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে যদিও এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের দফতর থেকে এবিষয়ে আর কোনও তথ্য জানা যায়নি। সেই কারণেই এবার সুশান্তের মৃত্যুর জট খুলতে নেটিজেনদের সাথে গলা মেলালেন নির্ভয়ার আইনজীবী সীমা সম্বৃদ্ধি।

RELATED ARTICLES

Most Popular