Homeএখন খবরনির্বাচনের আগে ফের তৃণমূলের অন্দরে অস্বস্তি, দলীয় সভা থেকে প্রশান্ত কিশোরকে আক্রমণ...

নির্বাচনের আগে ফের তৃণমূলের অন্দরে অস্বস্তি, দলীয় সভা থেকে প্রশান্ত কিশোরকে আক্রমণ হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে এমনিতেই শুভেন্দু অধিকারী, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে শাসকদলের অন্দরে চলছে গোষ্ঠীকোন্দল। তার মধ্যেই এবার ফের দলের অন্দরে অস্বস্তি বাড়ালেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। এবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তোপ দাগলেন খোদ হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। শুধু তাই নয়, একই সাথে এদিন শুভেন্দু অধিকারীর পাশে থাকার বার্তাও দিয়েছেন হরিহরপাড়ার বিধায়ক।

২০১৯-এর লোকসভা নির্বাচনের পর পরই বাংলায় প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের অন্দরে অস্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই অস্বস্তি কাটাতেও আসরে নেমেছেন পিকে। জানা গিয়েছে, নির্বাচনের আগে একাধিক জায়গায় দলীয় সভায় গিয়েছেন বিধায়ক। রবিবার বিকেলেও মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার কাঁটাবাগানে এক দলীয় সভায় যোগ দেন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। এদিন সেই সভাস্থল থেকেই তিনি সরাসরি টিম পিকে-কে আক্রমণ করেন নিয়ামত শেখ।

একই সাথে রবিবার দলীয় বৈঠকে শুভেন্দু অধিকারীকে তৃণমূল নেতৃত্বের একাংশ আক্রমণ করছে বলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। শুধু তাই নয়, একইসাথে এদিন নিয়ামতের আক্রমণ থেকে বাদ পড়েননি মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের। এমনকি জেলা কো অর্ডিনেটর সৌমিক হোসেনকেও এদিন আক্রমণ কর‍্যে ছাহড়েননি নিয়ামত শেখ। তবে এদিন নিয়ামতের পাল্টা উত্তরে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের বলেন, “পিকে পিকের-র কাজ করবেন। দলের নেতারা তাঁদের কাজ করবেন।”

RELATED ARTICLES

Most Popular