Homeএখন খবরলোকাল ট্রেন চালু হলেও প্রবেশের অনুমতি নেই হকারদের, বারাসত স্টেশনে বিক্ষোভ কয়েক...

লোকাল ট্রেন চালু হলেও প্রবেশের অনুমতি নেই হকারদের, বারাসত স্টেশনে বিক্ষোভ কয়েক হাজার হকারের

ওয়েব ডেস্ক : দীর্ঘ ৭ মাস পর অবশেষে ঘুরলো লোকাল ট্রেনের চাকা। এর জেরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে সাধারণ যাত্রীরা। কিন্তু করোনা আবহে ট্রেন পরিষেবা চালু হলেও রেলের তরফে স্টেশন চত্ত্বরে হকারদের প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে লোকাল ট্রেনের ওপর নির্ভর করে পেট চলে বাংলার প্রায় কয়েক হাজার হকারের। একদিকে দীর্ঘদিন লোকাল ট্রেন বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই রুজিতে টান পড়েছে হকারদের, তারওপর স্টেশন হকার শূন্য রাখার নির্দেশে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কিন্তু হকাররা।

এর জেরে বুধবার সকাল থেকে টি টি ইউ সি ,আই এন টি ইউ সি ও সিটু এই তিন হর্কাস ইউনিয়নের নেতৃত্বে বারাসত স্টেশনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন শিয়ালদহ বনগাঁ ও হাসনাবাদ শাখার প্রায় হাজার তিনেক হকার। জানা গিয়েছে, এদিন সকাল ১০টা থেকে বারাসাত রেল স্টেশনের হকারর আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে তাদের প্লাটফর্মে হকারি করতে দিতে হবে। শুধু তাই নয়, একই সাথে আগের মতই লোকাল ট্রেনেও হকারি করতে দিতে হবে। এধরনের একাধিক দাবি নিয়ে এদিন মিছিল করেন হকাররা। এরপর মিছিল শেষে স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এদিন হর্কাস ইউনিয়নের নেতারা রীতিমতো হুশিয়ারির সুরে বলেন, কেন্দ্র যদি হর্কাস উচ্ছেদে নামেন, তবে সেক্ষেত্রে মোদী সরকারকে চরম মাসুল দিতে হবে। এদিকে বুধবার থেকে চলতে শুরু করেছে ট্রেন। তবে সেক্ষেত্রে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে সেবিষয়ে নবান্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, বুধবার থেকে রাজ্যের প্রত্যেকটি প্ল্যাটফর্মের প্রবেশপথে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করবে রাজ্য পুলিশ। পাশাপাশি প্রতিটি স্টেশনের ঢোকার মুখে মোতায়েন করা হবে ৪ – ৫ জন সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার। সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররাই স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের থার্মাল গান গিয়ে পরীক্ষা করবেন। স্টেশনে ঢোকার আর বেরোনোর পথ সম্পূর্ণ আলাদা করতে হবে।

শুধু তাই নয়, একইসাথে সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে করোনাবিধি মানতে হবে। মাস্ক ছাড়া কাউকে প্ল্যাটফর্মের ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেকটি প্ল্যাটফর্মে দুরত্ব মেপে দাগ কাটা থাকবে। সেটি দাগ অনুযায়ী ৬ ফুট দুরত্ব বজায় রেখে প্রবেশের পর সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে। পাশাপাশি করোনা সম্পর্কত যাবতীয় সতর্কতা মানতে হবে। তবে শুধুমাত্র প্ল্যাটফর্ম নয়, এছাড়াও প্ল্যাটফর্মের বাইরের ভিড় নিয়ন্ত্রণের জন্যও মোতায়েন থাকবেন রাজ্য পুলিশের প্রচুর কর্মী ও আধিকারিক।পাশাপাশি যাত্রীদের করোনা বিধি মেনে চলার জন্য প্লার্টফর্মে লাউড স্পিকারে যাত্রীদের সতর্ক করতে মেনে প্রচার চালাবে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular