Homeঅন্যান্যঅটোকে একেবারে পরিবর্তন করে ফেলেছেন অ্যাম্বুলেন্সে!বিনা পয়সায় পেশেন্টদের নিয়ে চলে যাচ্ছেন হাসপাতালে।

অটোকে একেবারে পরিবর্তন করে ফেলেছেন অ্যাম্বুলেন্সে!বিনা পয়সায় পেশেন্টদের নিয়ে চলে যাচ্ছেন হাসপাতালে।

মোহাম্মদ জাভেদ খান পেশা হিসেবে বেছে নিয়েছেন অটো চালানো। অর্থনৈতিক সংকটের পরিবেশেই ছিলেন এই যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটা ভালো কাজ বারবার ঘুরপাক খাচ্ছে। নিজের অটোকে একেবারে পরিবর্তন করে ফেলেছেন অ্যাম্বুলেন্সে।

দেশজুড়ে যখন এম্বুলেন্স অক্সিজেন স্বাস্থ্যব্যবস্থার এমন খারাপ অবস্থা ঠিক সেইসময় এই হিরোর আবির্ভাব হয়েছে।

তিনি অটোর মধ্যে ব্যবস্থা রেখেছেন অক্সিজেন সিলিন্ডারের। ফোন অন করে রেখেছেন সারাক্ষণ দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন বলে। ফোন পাওয়া মাত্রই পেশেন্ট এবং তাদের লোকজনকে নিয়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যস্থলে।

এই যুবক একেবারে বিনামূল্যে করে চলেছেন এই কাজটি। দিনরাত এক করে নিজের অটোকে অ্যাম্বুলেন্স তৈরি করে রুটে ডিউটি করা বন্ধ করে দিয়ে বিনা পয়সায় পেশেন্টদের নিয়ে চলে যাচ্ছেন হাসপাতালে হাসপাতালে।

বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে হাসপাতালে অক্সিজেন নেই, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, অমানবিকতার ছবির মধ্যে মানবিকতার পরিচয় দিয়েছে এই যুবক।

RELATED ARTICLES

Most Popular