নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বাল্যবিবাহ রোধে সচেতনতা গড়ে তুলতে প্রচারাভিযানে নামলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে করোনা আবহে “নিউ নর্মাল” পরিস্থিতিতে অফিস আদালত, দোকানপাট, বাজারহাট খোলা থাকলেও, বিদ্যালয়ের অফিসিয়াল সমস্ত কাজকর্ম নিয়মিত চললেও,বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন বন্ধ । স্বাভাবিক জীবন যাপনও অনেকাংশে ব্যাহত হচ্ছে । অনলাইনে বা হোয়াটসঅ্যাপ ক্লাস করার মতো সঙ্গতি যেমন সবার নেই , তেমনি নেই অনলাইনে ক্লাস করার উপযুক্ত পরিকাঠামো। আর এই পরিস্থিতিতে অনেক অভিভাবক আর্থিক সংকটের দোহাই দিয়ে তাঁদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিচ্ছেন।কখনও বা অভিভাবকদের এড়িয়ে নিজেরাই বিয়ে করে নিচ্ছে কম বয়সী মেয়েরা । এক্ষেত্রে প্রশাসনের নজর এড়িয়ে তারা যে শুধু সরকারী নিয়মকে কেবল বুড়ো আঙুল দেখাচ্ছে তাই নয়, নিজেদের বিপদের দিকে ঠেলে অল্প বয়সী মেয়েরা ।অন্যান্য অনেক বিদ্যালয়ের মতো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ও বাল্যবিবাহ জনিত সমস্যায় জর্জরিত।করোনা আবহের মাঝেই মাধ্যমিক পরীক্ষার্থীসহ বিদ্যালয়ের বেশকিছু নাবালিকা ছাত্রীর বিয়ে হয়ে গেছে বলে খবর।বাল্যবিবাহের এই অশনি সংকেত রুখতে বাল্যবিবাহ রোধে বিদ্যালয় পরিচালন সমিতিকে পাশে নিয়ে প্রচার অভিযান শুরু করলেন কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ের নবনিযুক্ত তরুণ প্রধান শিক্ষক সুভাষ জানা। সুভাষবাবুর উদ্যোগে বিদ্যালয় এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে শুরু হয়েছে বাল্যবিবাহ রোধে সচেতনতা মূলক প্রচার।বিদ্যালয় পরিচালন সমিতি সদস্য, বিদ্যালয়ের সহকর্মী এবং অতিথি আলোচকদের সাথে নিয়ে গ্রামে গ্রামে গ্রামে এই প্রচারাভিযানে নেতৃত্ব দিচ্ছেন সুভাষবাবু। যেহেতু চাষের কাজ চলছে তাই বেশিরভাগ অভিভাবক-অভিভাবিকাদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুভাষবাবুরা বিকেল ও সন্ধ্যার সময়টাকে বেছে নিয়েছেন প্রচারাভিযানের জন্য। ইতিমধ্যে প্রচার অভিযানের অংশ হিসেবে কলাইমুড়ি,বীরভানপুর, বুড়িশোল, সেরেঙ্গডাঙ্গা, মোহনপুর,ভেলাইডাঙ্গা, শুশুনিয়া,বেনেগেড়িয়া ও শালুকা এলাকার জনগণকে নিয়ে সচেতনতা সভা হয়েছে। এই সচেতনতা সভাগুলিতে সুভাষবাবুর আহ্বানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোলাঘাটের কোলা ইউনিয়ন হাইস্কুলের শিক্ষক তথা স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুজন বেরা, কুইজ কেন্দ্রের সহ-সভাপতি তথা কেশপুরের গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী, কুইজ কেন্দ্রের সদস্য, রক্তদান আন্দোলনের কর্মী তথা চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।বাল্যবিবাহ জনিত সমস্যার বিভিন্ন দিক নিয়ে সচেতনতা সভা গুলিতে আলোচনার পাশাপাশি,অভিভাবক-অভিভাবিকাদের নানা প্রশ্নের জবাব দেন আলোচকরা। পাশাপাশি কেন বাল্যবিবাহের মতো ঘটনা ঘটেছে সেগুলোও আলোচনা সভায় উপস্থিত জনতার কাছ থেকে জানার চেষ্টা করেন প্রধান শিক্ষক সহ অন্যান্য আলোচকরা। অভিভাবক-অভিভাবিকা সহ এলাকার জনগণ এই কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে গ্রহণ করেছেন।প্রশংসা করেছেন বিদ্যালয়ের এই সময়োপযোগী পদক্ষেপকে। অভিভাবকদের বক্তব্য, বিদ্যালয় প্রশাসনের ভূমিকা সত্যি প্রশংসনীয়। তাঁদের আশা এই উদ্যোগে অবশ্যই সাফল্য আসবে । প্রধান শিক্ষক সুভাষ জানা বলেন, “আর্থিকভাবে ও শিক্ষাগতভাবে কিছুটা হলেও পিছিয়ে থাকা এই এলাকার মানুষের সচেতনতা অনেকাংশে বৃদ্ধি পেলেও অন্ধবিশ্বাস, কুসংস্কার এমনকি বাল্যবিবাহের মতো সামাজিক অবক্ষয় মূলক কাজ করার প্রবণতা এখনও একশ্রেণির মানুষের মধ্যে আছে ।সরকারী প্রচেষ্টা এবং বিদ্যালয়ের নানা কর্মসূচি যেমন নাটক,গান ইত্যাদি পরিবেশনের ফলে বাল্যবিবাহের আনুপাতিক হার কমলেও এখনও অনেক সমস্যা আছে । আমার বিশ্বাস,প্রকৃত শিক্ষা দিয়ে মেয়েদের অধিকার রক্ষার দিকে অচিরেই এগিয়ে নিয়ে যাবো আমরা ।
Trending News
All
- All
- অন্যান্য
- অসম
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- আলিপুরদুয়ার
- আসানসোল
- উত্তর ২৪পরগনা
- উত্তর দিনাজপুর
- উত্তর প্রদেশ
- উত্তরপ্রদেশ
- উত্তরবঙ্গ
- এখন খবর
- এগরা
- ওড়িশা
- ওড়িশা
- করোনা আপডেট
- কর্ণাটক
- কলকাতা
- কাজের কথা
- কাঁথি
- কাশ্মীর
- কাশ্মীর
- কেশপুর
- কেশিয়াড়ী
- কোচবিহার
- ক্রান্তিকালের মনীষা
- ক্রিকেট
- খড়গপুর
- খেজুরি
- খেলা
- গড়বেতা
- গুজরাট
- গোপীবল্লভপুর
- গোয়ালতোড়
- ঘাটাল
- চন্দ্রকোনা
- চীন
- জলপাইগুড়ি
- জাতীয়
- জীর্ণ মন্দিরের জার্নাল
- জীর্ণ মন্দিরের জার্নাল
- জ্বালানি
- ঝাড়গ্রাম
- টেক আপডেট
- ডেবরা
- তমলুক
- তামিলনাড়ু
- দক্ষিণবঙ্গ
- দক্ষিন ২৪পরগনা
- দাঁতন
- দার্জিলিং
- দাসপুর
- দিঘা
- দুর্গাপুর
- দেশ
- নদিয়া
- নন্দীগ্রাম
- নয়াদিল্লি
- পটাশপুর
- পশ্চিম বর্ধমান
- পশ্চিম মেদিনীপুর
- পাকিস্তান
- পাঞ্জাব
- পাঁশকুড়া
- পিংলা
- পুরুলিয়া
- পূর্ব বর্ধমান
- পূর্ব মেদিনীপুর
- প্যাঁচকথা
- প্রযুক্তি
- ফুটবলে বাঙালি
- বন্যপ্রাণ
- বর্ধমান
- বাঁকুড়া
- বাঁকুড়া
- বাংলদেশ
- বিনোদন
- বিহার
- বীরভূম
- বীরভূম
- বেলদা
- ভাইরাল আপডেট
- ভ্রমন
- মর্কিন যুক্তরাষ্ট্র
- মহানগর
- মহারাষ্ট্র
- মাল দা
- মালদা
- মুর্শিদাবাদ
- মেদিনীপুর
- রবিয়াণী
- রাজনীতি
- রাজস্থান
- রাজ্য
- রান্নাবান্না
- রাশিফল
- শরীর ও স্বাস্থ্য
- শালবনী
- শিক্ষা
- শিলিগুড়ি