Homeএখন খবরটানা ৩ দিন সোনার দামে ভারী পতন, নিম্নমুখী রূপোও, স্বস্তিতে সাধারণ মানুষ

টানা ৩ দিন সোনার দামে ভারী পতন, নিম্নমুখী রূপোও, স্বস্তিতে সাধারণ মানুষ

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ও শুক্রবারের পর শনিবারও এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দাম অনেকটাই পতনের দিকে এগিয়েছে। শুক্রবার কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১২০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৯৬০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১২০০ টাকা, যা শুক্রবারের তুলনায় প্রায় ৭০০ টাকা কমেছে৷ ১০০ গ্রাম সোনার দাম ৫১২০০০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম সোনার দাম ৫২২০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪১৭৬০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫২২০০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫২২০০০ টাকা।

তবে শুধুমাত্র সোনা নয় সেই সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দাম। শনিবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬৬.৯৫ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫৩৫.৬০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৬৯.৫০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৬৯৫ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৬৯৫০ টাকা। এদিকে শুক্রবারও রূপোর দামেই খানিকটা পতন হয়েছিল। শুক্রবার সেপ্টেম্বরের সিলভার ফিচারে ১% দাম কমেছিল রুপোর। ফলে গতকাল এক কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছিল ৭০, ৩৪৫ টাকা।

শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৫৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় এদিন ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৪,৬৮০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের দাম হয়েছে ৫১,৯৯০ টাকা। তবে শুধু কলকাতা নয় অন্যান্য রাজ্যেও মোটের ওপর সামান্য পতন হয়েছে হলুদ ধাতুর। শুক্রবার চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৫, ৭৬০ টাকা। ২২ ক্যারেটের দাম ৫১,১১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫২,২০০ টাকা। ২২ক্যারেটে ৫১,২০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৫৫,১০০ টাকা।

RELATED ARTICLES

Most Popular