Homeএখন খবরহেলমেটও বাঁচলনা প্রান, খড়গপুরে শ্বশুরবাড়িতে হোলি খেলতে আসার পথে দুর্ঘটনায় নিহত বাবা...

হেলমেটও বাঁচলনা প্রান, খড়গপুরে শ্বশুরবাড়িতে হোলি খেলতে আসার পথে দুর্ঘটনায় নিহত বাবা মেয়ে, আশংকায় মা

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই হোলি। শ্বশুরবাড়ির নিমন্ত্রনে স্ত্রী আর দেড় বছরের মেয়েকে নিয়ে হোলি খেলতেই রওনা দিয়েছিলেন আনন্দ। কিন্তু ভয়াবহ পথ দুর্ঘটনার কেড়ে নিল প্রান বাবা ও মেয়ের । দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্ত্রী৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শালবনীর ভাদুতলার জঙ্গলে। মৃতের নাম আনন্দ মল্লিক (৩৩)। বাড়ি চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায়।

রবিবার বিকেলের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের খড়্গপুর-রানীগঞ্জ রাস্তায় শালবনি থানার ভাদুতলা বাস স্টপেজের কাছেই। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আনন্দ মল্লিক (২৭), দীপান্বিতা মল্লিক (দেড়) বছর, আর স্ত্রী বন্দনাকে চন্দ্রকোনা রোড এলাকার দুর্লভগঞ্জ থেকে খড়গপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। খড়গপুরের টাটা মেটালিকস কারখানা সংলগ্ন এলাকায় শ্বশুরবাড়ি আনন্দের। ভাদুতলা বাস স্টপেজে ঢোকার ৫০মিটার আগে জঙ্গলের মাঝে পিছন দিক থেকে আসা একটি লরি বাইকটিকে ধাক্কা মারে।

 

বাইক সহ সকলে ছিটকে পড়ে। ঘটনাস্থলে আনন্দ মল্লিক ও তাঁর দেড় বছরের শিশু কন্যা দীপান্বিতা মারা যায়। আনন্দর স্ত্রী বন্দনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, আনন্দের মাথায় হেলমেট থাকলেও বাইক সমেত আনন্দ ঢুকে যায় লরির তলায়। সেই অবস্থায় লরিটা কিছুটা টেনে নিয়ে চলে যায় আনন্দকে। অন্যদিকে ধাক্কা লাগার সাথে সাথে বন্দনার কোল থেকে ছিটকে পড়ে দেড় বছরের শিশুকন্যা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও মেয়ের। লরির চাকায় বাইকটি আটকে যাওয়ায় লরিতি পালাতে পারেনি। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।

RELATED ARTICLES

Most Popular