Homeঅন্যান্যরান্নাবান্নাহেঁসেলিয়ানা : শালপাতার মাংস মশল্লাম।। অদিতি বর্মন পাঠক

হেঁসেলিয়ানা : শালপাতার মাংস মশল্লাম।। অদিতি বর্মন পাঠক

শালপাতার মাংস মশল্লাম                                                           অদিতি বর্মন পাঠক

সেদিন হঠাৎ ঝাড়গ্রাম ঘুরে এলাম । সবুজের সমারহে হারিয়ে যেতে যেতে শালপাতার জঙ্গলে এসে পড়লাম ।কচি শালপাতার রং ও গন্ধ যেন মাতাল করে দেয় মনটাকে।হঠাৎ মনে পড়ে যায়, এই জঙ্গলের আদিবাসী জনজাতি গোষ্ঠীর সেই শালপাতায় মোড়া মাংস রান্নার কথা । যেই ভাবা, এমনি কাজ শুরু করেদিলুম। জঙ্গল থেকে কচি শাল পাতা কিছু সংগ্রহ করে নিলাম। বাড়ি ফিরে সুচ সুতো দিয়ে পাতাগুলিকে জুড়ে দিলাম । এরপর কিভাবে বাড়িতে বসেই  মাংসের রান্নার স্বাদ পাওয়া যাবে সেটা দেখে নিই ।

উপকরণ :
চিকেন, আদা, পেয়াঁজ, রসুন, টক দই, হলুদ, নুন, জিরে, ধনে, চিকেন মাশালা (যদি পছন্দ করেন ), লাল লংকা গুঁড়ো, কাঁচা লঙ্কা,সর্ষের তেল ।
প্রণালী :
চিকেন পরিষ্কার করে ধুয়ে তাতে পরিমাণমতো টক দই,রসুনবাটা , পেঁয়াজবাটা , আদাবাটা, হলুদ গুঁড়ো, ধোনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো, নুন,সর্ষের তেল সমস্ত কিছু মাখিয়ে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রাখুন।

শালপাতা গুলি সুচ সুতো দিয়ে গোল পাতার আকারে সেলাই করে নিন । আর নাহলে কাটি দিয়ে নিখুঁত ভাবে গেঁথে দিন, যাতে খুলে না যায় । এরপর যে পাত্রে রান্না করবেন তার ওপর সেলাই করা শালপাতাটি রেখে দিন। মাখিয়ে রাখা মাংস শালপাতার ওপর রাখুন । কয়েকটি কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিন । এবার কয়েকটি শাল পাতা দিয়ে মাংস ঢেকে দিন । ঢিমে আঁচে 45মিনিট মতো রান্না করুন ।

শালপাতা ও মাংসের মিলমিশে একটা দারুন গন্ধ পাবেন। রান্না হয়েছে গেলে লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন ।
ঘরে বসেই শালবিথির ছায়াতে বসে পিকনিক করার স্বাদ নিতে গেলে চটপট বানিয়ে ফেলুন “শালপাাতার চিকেন মশল্লাম “।

RELATED ARTICLES

Most Popular