Homeএখন খবরউচ্চমাধ্যমিকের বকেয়া পরীক্ষার দিনগুলিতে ছুটি বাতিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের

উচ্চমাধ্যমিকের বকেয়া পরীক্ষার দিনগুলিতে ছুটি বাতিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের

ওয়েব ডেস্ক : করোনার জেরে ইতিমধ্যেই একাধিকবার বদলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। ফলে কবে হবে পরীক্ষা, আদেও এই বছর কলেজে ভরতি হতে পারবে কিনা এই নিয়ে দোলাচলে পড়েছিল পরিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে অবশেষে গত মঙ্গলবার নতুন করে উচ্চমাধ্যমিকের সূচী প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার শিক্ষা দফতরে তরফে শিক্ষা সংসদের উদ্দেশ্যেও নির্দেশিকা জারি করা হল।

নির্দেশিকায় জানানো হয়েছে, যেহেতু আগামী ২রা জুলাই থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের বকেয়া পরীক্ষা, সেহেতু যে সমস্ত কেন্দ্রে উচ্চমাধ্যমিকের সিট পড়েছে অথবা নতুন ভাবে যে যে কেন্দ্রে সিট পড়বে সেখানকার কোনো শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং যারা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাদের কেউই নির্দিষ্ট দিনগুলিতে কোনোরকম ছুটি নিতে পারবেন না। শুধুমাত্র জরুরী দরকার কিংবা শারীরিক অসুস্থতার ক্ষেত্রে সংসদের তরফে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, নির্দেশিকায় আরও জানানো হয়েছে, যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাদের পরীক্ষা সংক্রান্ত সব কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে। ইতিমধ্যেই এই নির্দেশিকা শিক্ষা সংসদের তরফে রাজ্যের প্রত্যেকটি পরিক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে শিক্ষা দফতরের তরফে ২৯ জুন থেকে উচ্চমাধ্যমিকের বকেয়া পরীক্ষাগুলি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনা ও আমফানের জেরে শিক্ষা দফতরের তরফে সিদ্ধান্ত বদল করা হয়। সে অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন আগামী ২, ৬ ও ৮ ই জুলাই উচ্চমাধ্যমিকের বকেয়া পরীক্ষাগুলি নেওয়া হবে। নতুন সূচী অনুযায়ী ২ রা জুলাই এডুকেশন, ফিজিকস নিউট্রেশন ও অ্যাকাউন্টেন্সি বিষয়ের পরীক্ষা। ৬ জুলাই নেওয়া হবে সংস্কৃত, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ বিষয়ের পরীক্ষা এবং ৮ জুলাই হবে ভূগোল, স্ট্যাটিসটিকস,কস্টিং অন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরিক্ষা। সব মিলিয়ে দীর্ঘ দিনের অপেক্ষার পর শেষ পর্যন্ত পুনরায় বাকি পরীক্ষাগুলি শুরু হওয়ায় আশার আলো দেখছে পরীক্ষার্থীরা।

RELATED ARTICLES

Most Popular