Homeএখন খবরভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন, হুগলী শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন, হুগলী শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা: চুঁচুড়া, হুগলীঃ আজ চুঁচুড়া ঘড়ির মোড় সন্নিকটে রাজ্য প্রাণী চিকিৎসা কেন্দ্র ক্যাম্পাসে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও কিশোর-কিশোরীর নিয়মিত রক্ত সরবরাহ বজায় রাখতে গ্রীষ্মকালীন রক্ত সংকট এবং বর্তমান কোভিড ১৯ মহামারী পরিস্থিতিতে রক্তের প্রয়োজনে আয়োজন করা হল ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন, হুগলী শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি আধিকারিকদের বৃহত্তম জাতীয়তাবাদী সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন। প্রাণী চিকিৎসকদের পেশার স্বার্থে এবং রাজ্যে প্রাণীসম্পদের উন্নয়ণের উদ্দেশ্যে কাজ করার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এই সংগঠন।
হুগলী জেলা সম্পাদক ডাঃ দীপক বর জানান প্রতি বছরের ন্যায় আজকেও স্বেচ্ছায় রক্তদান করেন

নয় জন প্রাণীচিকিৎসক সহ প্রাণিসম্পদ বিভাগের ত্রিশ জন কর্মী। উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য সহ হুগলী জেলার প্রাণীসম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডাঃ রুপম বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ ফাল্গুনী চক্রবর্তী ও কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক হিসাবে আগত ডাঃ দেবজ্যোতি ঘোষ।

RELATED ARTICLES

Most Popular