Homeএখন খবর৮ জুন থেকে খুলছে হোটেল, রেস্তরাঁ, শপিং মল, মানতে হবে স্বাস্থ্যবিধি!!

৮ জুন থেকে খুলছে হোটেল, রেস্তরাঁ, শপিং মল, মানতে হবে স্বাস্থ্যবিধি!!

ওয়েব ডেস্ক : প্রায় ৭৭ দিন পর ৮ জুন থেকে পুনরায় খুলছে হোটেল, রেস্তরাঁ, শপিং মল। কিন্তু সব কিছু খুলে গেলেও এখনই চেনা ছন্দে ফিরছে না আপনার পছন্দের রেস্তরাঁ কিংবা শপিং মল। থাকছে বেশ কিছু বিধিনিষেধ যা কিনা আগে আমি বা আপনি কেউই মেনে চলিনি কখনো। জারি হচ্ছে বেশ নতুন নিয়ম। যার ফলে স্বাধীন থেকেও বেশ খানিকতা পরাধীনতায় বাধা পড়বো আমরা প্রত্যেকে।

কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী,শপিং মলের ক্ষেত্রে, মলে প্রবেশের আগে সকলকে থার্মাল স্কিনিং করে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন ক্রেতারা। প্রবেশ পথে রাখতে হবে স্যানিটাইজার। ঢোকার মুখে ক্রেতাদের সেটি ব্যবহার করা বাধ্যতামূলক। শুধুমাত্র সুস্থ ও উপসর্গ নেই এমন ব্যক্তিরাই মলের ভিতর প্রবেশ করতে পারবেন। সকলের মাস্ক, গ্লাভস পড়া বাধ্যতামূলক। সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। মলের প্রত্যেকটি দরজা, রেলিং, হ্যান্ডরেল, কলিং বেল জাতীয় যেসকল জিনিস স্পর্শ করে ব্যবহার করতে হয় সেগুলি ঘণ্টায় ঘণ্টায় স্যানিটাইজ করতে হবে। শপিং মলের ভিতর অডিও ভিস্যুয়ালের মাধ্যমে করনা সচেতনতা প্রচার বাধ্যতামূলক করতে হবে। এক সঙ্গে বেশি লোক মলের ভিতরে প্রবেশ করতে পারবে না৷ সেক্ষেত্রে ক্রেতাদের লাইনের ব্যবস্থা করতে হবে এবং এগুলি পর্যবেক্ষণের জন্য বেশ কিছু কর্মী নিয়োগ করতে হবে৷ কোনো জিনিস কেনার সময় ক্রেতাকে অন্তত ৬ ফুট দূরত্বে দাঁড়াতে হবে।

রেস্তোরাঁর ক্ষেত্রে, ভেতরে ঢোকার আগে থার্মাল স্কিনিং বাধ্যতামূলক। প্রবেশ পথে রাখতে হবে স্যানিটাইজার। ক্রেতাদের পড়তে হবে মাস্ক, গ্লাভস। একসাথে বেশি জন ভিতরে প্রবেশ করতে পারবেন না। অন্তত ৫০% আসন ফাঁকা রাখতে হবে৷ এক টেবিলে বেশি জন বসতে পারবেন না। অর্ডার নেওয়া কিংবা বিল দেওয়ার ক্ষেত্রে মানতে হবে দূরত্ব। যতটা সম্ভব ক্যাশের পরিবর্তে অনলাইনের মাধ্যমে বিল মেটানোয় আগ্রহী থাকতে হবে।

ফলে এবার থেকে শপিং মল কিংবা হোটেল রেস্তোরাঁ আপনি যেখানেই যান মানতে হবে এজাতীয় নানা বিধিনিষেধ। ফলে স্বাস্থ্যবিধি মানতে গিয়ে স্বাভাবিকভাবেই মাটি হতে চলেছে আনন্দ।

RELATED ARTICLES

Most Popular