Homeএখন খবরকয়েক ঘন্টার মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল, কী ভাবে বাড়িতে বসেই ফল জানতে পারা...

কয়েক ঘন্টার মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল, কী ভাবে বাড়িতে বসেই ফল জানতে পারা যাবে জেনে নিন

কয়েক ঘন্টার মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল, কী ভাবে বাড়িতে বসেই ফল জানতে পারা যাবে জেনে নিন

নিজস্ব সংবাদদাতা: আর কয়েক ঘণ্টাও, প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক। এবারই নজির বিহীন, মাধ্যমিকের ফল ঘোষনার ৪৮ ঘন্টার মধ্যেই উচ্চ মাধ্যমিক। কারন অবশ্যই করোনা সংক্রমন। উচ্চ মাধ্যমিকের তরফে জানানো হয়েছে শুক্রবার বিকেল ৩.৩০ টের সময় প্রকাশিত হবে এবারের উচ্চ মাধ্যমিকের ফল। যদিও অভিভাবক, পড়ুয়ারা বিকাল ৪ টা থেকে ফল দেখতে পাবেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি মহুয়া দাস। তবে মেধাতালিকা প্রকাশ করা হবে না। বিকেল চারটে থেকে বিভিন্ন ওয়েবসাইট, এসএমএস এবং অ্যাপের মাধ্যমে ফল জানতে পারবেন পড়ুয়ারা।

মাধ্যমিকের মতই করোনাভাইরাস আবহে এবার ফল প্রকাশের দিন মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে না। আগামী ৩১ জুলাই দুপুর ২ টো থেকে সংসদের বিভিন্ন ক্যাম্প থেকে সেই নথি বিতরণ করা হবে। তারপর যত দ্রুত সম্ভব পরীক্ষার্থী বা অভিভাবকদের ডেকে সামাজিক দূরত্বের বিধি পালন করে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট দেখবেন :

১) উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে (wbchse.nic.in) যান।

২) WBCHSE Result 2020 লিঙ্কে ক্লিক করুন।

৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিন। ‘Submit’-এ ক্লিক করুন।

৪) স্ক্রিনে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের ফলাফল দেখাবে।

৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রেখে দিন।

আরও একাধিক ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের ফলাফল দেখা যাবে, সেগুলি হল :

১) wbresults.nic.in

২) www.exametc.com

৩) www.indiaresults.com

৪) www.results.shiksha

মোবাইলে sms করেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জেনে নিতে পারেন :

১) WB12<space>Roll Number লিখে 54242 নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।

২) WB12<space>Roll Number লিখে 5676750 নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।

আরও একটা পদ্ধতি উচ্চ মাধ্যমিকের ফলাফল জানার। সেটা হল আ্যপের মাধ্যমে। এক্ষেত্রে এখুনি আ্যপটি ডাউনলোড করে নিতে হবে
আ্যপ ডাউনলোড করার পদ্ধতিটি হল : Google Play Store-এ গিয়ে WBCHSE Results 2020 App ডাউনলোড করুন। সেখানেই রেজাল্ট দেখতে পাবেন।
আমরা ‘দ্য খড়গপুর পোষ্ট’য়ের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক ২০২০ সমস্ত পরীক্ষার্থীর সাফল্য কামনা করি।

RELATED ARTICLES

Most Popular