Homeএখন খবরশুরু হল ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া, আপনিও...

শুরু হল ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া, আপনিও এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিন

নিউজ ডেস্ক: অবশেষে দীর্ঘ বাধা বিপত্তি পেরিয়ে হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। চলতি মাসের ৩১ তারিখ এই পরীক্ষা হবে। আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড-

প্রার্থীরা পর্ষদের দুটি ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া :
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে কোনও ওয়েবসাইট www.wbbpe.org বা wbbprimaryeducation.org -তে যান।

DOWNLOAD MY TET-2017 ADMIT CARD’ লিঙ্কে ক্লিক করুন।
তাতে দুটি অপশন আছে। প্রথম অপশনে আছে- ‘Login Option A (With District, Candidate Name and Date of Birth)’। দ্বিতীয় অপশনে আছে – ‘Login Option B (With User ID / Online Application No.)’। যে কোনও একটি অপশনে গিয়ে ‘Click Here to Proceed’ ক্লিক করুন।
একটি নয়া উইন্ডো খুলে যাবে। সেখান থেকে নিজের জেলা বেছে নিন। নিজের জন্মতারিখ দিন। তারপর ‘Submit’-এ ক্লিক করুন।

তারপর নিজের অ্যাডমিট কার্ড করে প্রিন্ট-আউট করে নিন এবং ভবিষ্যতের ব্যবহারের জন্য রেখে দিন।।অ্যাডমিট কার্ডে পরীক্ষার সময়, স্থান সহও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যা পরীক্ষার্থীদের জেনে নেওয়া আবশ্যিক।

RELATED ARTICLES

Most Popular