Homeএখন খবরকরোনা আক্রান্ত বিশ্বে হাওড়ার ডোমজুড় যেন বেথলেহেম! জন্ম নিল সুস্থ শিশু

করোনা আক্রান্ত বিশ্বে হাওড়ার ডোমজুড় যেন বেথলেহেম! জন্ম নিল সুস্থ শিশু

নিজস্ব সংবাদদাতা: অতিমারির জগতে হাওড়া যেন বেথলেহেম ! যেখান করোনা আক্রান্ত এক প্রসূতি মা জন্ম দিলেন সুস্থ সদ্যোজাতের। এই ঘটনায় আশার আলো দেখছে ডোমজুড় সঞ্জীবনী হাসপাতাল। নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার এক অনন্য উদাহরণ তৈরি করলেন হাসপাতালের চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীরা। নিরন্তর আসতে থাকা খারাপ খবরের মধ্যে একটু খুশির আলো।

চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে সুস্থ আছেন ওই মা। কোনও রকম সংক্রমণ হয়নি ওই সদ্যোজাতের। আর চিকিৎসকরা মা এবং শিশুকে পাশাপাশি রেখে সেখান থেকে যেন যুদ্ধজয়ের ইঙ্গিত দিলেন ভি দেখিয়ে। পিপিই অর্থাৎ পার্সোন্যাল প্রটেকশন ইকুইপমেন্টর ভিতর থেকেই যেন বেরিয়ে এল যুদ্ধজয়ের খুশি।প্রসঙ্গত, রবিবারই চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক প্রসূতি মৃত সন্তান প্রসব করেন।

শুভাশিষবাবু আরও বলেন, গত ১৮ তারিখে ওই প্রসূতির প্রসব যন্ত্রণা শুরু হয়। ১৯ তারিখে আমাদের এখানকার চিকিৎসক-নার্স সিদ্ধান্ত নেন বিশেষ পদ্ধতিতে সংক্রমণ রুখতে যাবতীয় ব্যবস্থা করে তার অস্ত্রোপচার করানো হবে। অস্ত্রোপচার করতে হয়নি অবশ্য। নরম্যাল ডেলিভারি হয়। এক পুত্র সন্তানের জন্ম দেন ওই প্রসূতি। শিশুটির ওজন ২.৭ কেজি। মা-কে পিপিই, মাস্ক পরানো হয়েছে।

স্যানিটাইজার ব্যবহার  করানো হচ্ছে। সবরকম নিরাপত্তার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর মায়ের কাছেই একটি বিশেষ ট্রে-র মধ্যে রয়েছে তার সন্তান। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হয়েছে যাতে সংক্রমণ সন্তানের মধ্যে না যায়। শুভাশিষবাবুর কথায়, “এ যেন যুদ্ধ জয়। তাকিয়ে দেখুন ছবিগুলো পিপিই-র আড়াল থেকে খুশি, বিশ্বাস আর লড়াই আত্মবিশ্বাসের এমন ছবি কিন্তু বিরল যা আমাদের এখানকার চিকিৎসক-নার্সরা দেখাচ্ছেন। লড়াইটা এভাবেই শুরু হোক না সব জায়গাতেই।”

RELATED ARTICLES

Most Popular