Homeএখন খবরপাচারের আগেই শিলিগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ সোনা, গ্রেফতার ২

পাচারের আগেই শিলিগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ সোনা, গ্রেফতার ২

অশ্লেষা চৌধুরী: পাচারের আগে শিলিগুড়িতে ফের উদ্ধার বিপুল পরিমাণ সোনা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি সোনা সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। ধৃত দুইজনের নাম ইউসুফ ও মিদলাজ। এরা উভয়েই কেরালার বাসিন্দা বলে জানা গিয়েছে।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার জংশন এলাকা থেকে ইউসুফ ও মিদলাজ নামে দুজনকে চার চাকা গাড়ি সমেত ধরা হয়। তল্লাশি চালিয়ে তাদের গাড়িতে থাকা সিটের নীচ থেকে ৩৬ টি সোনার বিস্কুট পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ২ কেজি ৯৮৫ গ্রাম। বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৭ লক্ষ টাকা।

আরও জানা গিয়েছে, ধৃতরা কেরালার বাসিন্দা। ইন্দো-মায়ানমার সীমান্ত থেকে এই সোনা শিলিগুড়িতে নিয়ে এসে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল তাদের। বুধবার ২ জনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তাদের ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে স্থানীয় আদালত। ধৃতদের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, তার খোঁজ করছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।

উল্লেখ্য, শিলিগুড়িতে প্রায় দিনই পাচারকারীরা ধরা পড়ছে এহেন কাণ্ড ঘটানোর জন্য। চলতি মাসের ১০ তারিখে বাংলা-বিহার সীমান্তে ধরা পড়ে ২১.৫৭ কেজি ওজনের ১৩০টি সোনার বাঁট। ঘটনায় গ্রেফতার হয় তিন পাচারকারী। আর এই দুই ঘটনাতেই অসম থেকে আমদানি করা ওই বেআইনি সোনা শিলিগুড়ি-দার্জিলিং পথে পাচার হচ্ছিল বলে জানিয়েছেন গোয়েন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক দফতরের এক আইনজীবী জানিয়েছেন, গত জানুয়ারি মাস থেকে এদিন পর্যন্ত শিলিগুড়ি থেকে প্রায় ৬০ কেজি বেআইনি সোনা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ২০ জনের বেশি অভিযুক্তকে।

RELATED ARTICLES

Most Popular