Homeএখন খবর"ভোটে আর দাঁড়াব না, এই পরিবেশে মানিয়ে নিতে পারছি না!" দলের বিরুদ্ধে...

“ভোটে আর দাঁড়াব না, এই পরিবেশে মানিয়ে নিতে পারছি না!” দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বাকি মাত্র ৭ মাস। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে শাসকদলের অন্দরে নেতা,বিধায়কদের মধ্যে অভিমানের পারদ তত চওড়া হচ্ছে। ক্রমশ দূরে চলে যাচ্ছেন তৃণমূলের এক সময়কার প্রথম সারির সৈনিকরা৷ ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। তার ওপর দোসর হয়েছেন ব্যারাকপুরের তৃণমূল নেতা শীলভদ্র দত্ত।

রবিবার দলীয় কর্মীদের এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শীলভদ্র দত্ত। সেখানে শাসকদলের প্রতি অভিমানী সুরে শীলভদ্রবাবু বলেন, “কোনও দিন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু এখন কোনও কোনও মহলের দাবি, মুকুল রায়ের কাছ থেকে ৭ কোটি টাকা নিয়েছি আমি। অর্জুন সিংয়ের সঙ্গে আমিও নাকি গ্রেফতার হব।” এদিকে বিগত কয়েকবছরে ব্যারাকপুর থেকে নির্বাচনে দাঁড়ালেও এবছর যে আর ভোটে দাঁড়াবেন না, সে কথা আগেই জানিয়েছিলেন শীলভদ্র দত্ত। রবিবারও সেই একই কথা বলেন তিনি। এদিন তিনি বলেন, “ভোটে আর দাঁড়াব না। দল এখন আমার অসুস্থতার দোহাই দিচ্ছে। কিন্তু আসল কথাটা সবাই জানে। কেউ প্রকাশ্যে তা বলতে পারছে না।”

পাশাপাশি এদিন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে শীলভদ্রবাবু আরও বলেন, “একটা বাজারি কোম্পানি টাকা নিয়ে ভোট করাতে আসছে। তারা আমাকে বলছে আপনাকে ভোট নিয়ে ভাবতে হবে না। ভোট আমরা করাব। আমাকে রাজনীতির জ্ঞাণ দিচ্ছে। ৯-১০ বছর থেকে রাজনীতি করছি। এই পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না। রাজনীতিতে সম্মান অনেক বড়। আমিও অনেকের মতই সিঁড়ি ভেঙে এখানে এসেছি।”

RELATED ARTICLES

Most Popular