Homeএখন খবরবেতনক্রম সংশোধন সহ এক গুচ্ছ দাবি নিয়ে আইআইটিতে হল কর্মীদের অবস্থান গড়াল...

বেতনক্রম সংশোধন সহ এক গুচ্ছ দাবি নিয়ে আইআইটিতে হল কর্মীদের অবস্থান গড়াল ২৪ঘন্টা

নিজস্ব সংবাদদাতা: ৭দফা দাবি নিয়ে আইআইটি খড়গপুরের হল কর্মী বা ছাত্রাবাস কর্মচারীদের অবস্থান ২৪ঘন্টা পেরিয়ে দ্বিতীয় দিনে পা রাখল বুধবার। আইআইটির মুল ফটকের সামনেই ত্রিপল টাঙিয়ে সাড়ে তিনশরও বেশি কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে এই বিক্ষোভ অবস্থানে সামিল হয়েছে আইআইটি হল এমপ্লয়ীজ ইউনিয়ন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের পক্ষে জানানো হয়েছে, বেতনক্রমে বৈষম্য, কর্মচারীদের পদ মর্যাদার অবৈজ্ঞানিক বিন্যাস, অবসরের পর চিকিৎসা সংক্রান্ত সুবিধা, আবাসন পাওয়ার অধিকার, কর্তব্য অবস্থায় মৃত্যু জনিত কারনে পরিবারের কাউকে চাকরি প্রদান ইত্যাদি নানা বিষয় নিয়ে টালবাহানা করছেন কর্তৃপক্ষ। বিষয়গুলি সমাধানের আশ্বাস দেওয়ার পরও কেটে গেছে বেশ কয়েকমাস কিন্ত তারপরেও কোনও সুরাহা না হওয়ায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আপাতত কাজ বজায় রেখেই আন্দোলন চলছে ঠিকই কিন্ত এরপরও কর্তৃপক্ষ অনমনীয় ভাব বজায় রাখলে অন্য পথ দেখতে হতে পারে আন্দোলনকারীদের। ইউনিয়নের এক কর্মকতা জানিয়েছেন সম্প্রতি কর্মচারীদের পদের নতুন বিন্যাস করেছেন কর্তৃপক্ষ আর এরফলে প্রায়  দু’দশক ধরে কাজ করছেন এমন অনেকের পদমর্যাদার অবনমন ঘটেছে। তাঁদের চেয়ে পরে যোগ দেওয়া কর্মচারীরা ওপরে চলে এসেছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবার কর্মচারীদের জন্য নতুন আবাসন তৈরি করার পরও তা অন্যদের বরাদ্দ করে আমাদের ভাঙাচোরা আবাসন দেওয়া হচ্ছে। আমরা এই দাবিগুলো বহুদিন ধরেই করে আসছি। ৫দফায় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার পর তার যৌক্তিকতা অনুধাবন করে কর্তৃপক্ষ ২টি কমিটি তৈরি করে গত জুলাই মাসে। কিন্তু আজও অবধি সেই কমিটি বসেনি। আমাদের মনে হয়েছে, ওই কমিটি তৈরি আদতে আমাদের ধোঁকা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। এই আন্দোলন চলবে।

RELATED ARTICLES

Most Popular