Homeএখন খবরজোড়া বিপর্যয় আইআইটি খড়গপুর ক্যাম্পাসে, আত্মহত্যার চেষ্টায় এক ছাত্র, হৃদরোগে মৃত্যু আরেকজনের

জোড়া বিপর্যয় আইআইটি খড়গপুর ক্যাম্পাসে, আত্মহত্যার চেষ্টায় এক ছাত্র, হৃদরোগে মৃত্যু আরেকজনের

ইনসেটে বি.সি.রায় হাসপাতাল 

নিজস্ব সংবাদদাতা: গত ২৪ঘন্টায় দু’দুটি দুর্ঘটনার মধ্যে দিয়ে গেল আইআইটি খড়গপুর ক্যাম্পাস। ঘটনায় এক পড়ুয়া যেমন হৃদরোগে মারা গিয়েছেন তেমনই আত্মহত্যার চেষ্টা করে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছেন আরেক ছাত্র।জানা গেছে বুধবার সকালে আইআইটি ক্যাম্পাসে লালবাহাদুর শাস্ত্রী ছাত্রাবাসের তিনতলার ছাদ থেকে ঝাঁপ দেয় আয়ুষ্মান মন্ডল নামের চতুর্থ বর্ষের এক ছাত্র।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেটালর্জি বিভাগের ওই ছাত্র কিছুদিন ধরেই চুড়ান্ত মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার চিকিৎসাও চলছিল বলে জানা গেছে। তার মানসিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সে ফের ক্লাশ করার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও তার মানসিক অবস্থা পুরোপুরি সুস্থ না হওয়ায় ছাত্রটির মা ক্যাম্পাসেই একটি কোয়ার্টার নিয়ে থাকতেন। ঘটনার খবর পেয়েই দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রটির দু’ পায়ের  অধিকাংশ জায়গা জুড়ে গুরুতর আঘাত রয়েছে এবং একাধিক হাড় গুঁড়িয়ে গেছে বলে জানা যাচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে মঙ্গলবারও মর্মান্তিক ঘটনার স্বাক্ষী থেকেছে আইআইটি ক্যাম্পাস। ওইদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মেধাবী গবেষক পড়ুয়া পূর্ণেন্দু দোলাইয়ের। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা পিঐইচডি করছিলেন, এবছর তাঁর দ্বিতীয় বর্ষ ছিল। ওইদিন সকাল সাড়ে সাতটা নাগাদ আইআইটি ক্যাম্পাসের বিদ্যাসাগর হলের ডাইনিং হলে প্রাতরাশ সারার সময় অসুস্থ বোধ করেন পূর্ণেন্দু।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর নিজেই সাইকেল চালিয়ে এক কিলোমিটার দুরে ক্যাম্পাসের মধ্যেই আইআইটির নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র বিধানচন্দ্র রায় হাসপাতালে যান চিকিৎসার জন্য। বেলা ১০টা নাগাদ মৃত্যু হয় তাঁর। কেন কারও সাহায্য ছাড়াই তিনি নিজেই হাসপাতালে গেলেন, বিস্মিত সবাই। 

RELATED ARTICLES

Most Popular