Homeআন্তর্জাতিকআগামী কয়েক বছরে বাংলাদেশের জনসংখ্যা কমে অর্ধেক হয়ে যাবে! বলছেন গবেষকরা

আগামী কয়েক বছরে বাংলাদেশের জনসংখ্যা কমে অর্ধেক হয়ে যাবে! বলছেন গবেষকরা

ওয়েব ডেস্ক : জনসংখ্যা কমে? কমতে কমতে অর্ধেক হয়ে যায়? যুদ্ধ নয়, মন্বন্তর নয়, এমনি এমনি! হ্যাঁ, এমনটাই হতে চলেছে বলে দাবি করেছেন গবেষকরা। আগামী কয়েক বছরেই পৃথিবীর জনসংখ্যা কমবে কয়েকগুণ, এমনটাই দাবি করছেন আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়-এর গবেষকরা। এই শতাব্দী শেষের আগেই এই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। এর ফলে পৃথিবীর অন্যতম জনসংখ্যার দেশ বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়তে পারে। এর জেরে এই দেশের জনসংখ্যা প্রায় অর্ধেক হবে বলেই জানা গিয়েছে। সম্প্রতি বিখ্যাত মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’ -এ এই সংক্রান্ত গবেষণার যাবতীয় তথ্য প্রকাশিত হয়েছে।

রিপোর্টে উল্লেখিত তথ্য অনু্যায়ী, ২০৬০ সালে বাংলাদেশের জনসংখ্যা কমে মাত্র ৭ কোটি ১৩ লক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে ১০ বছর পর অর্থাৎ ২০৩০ সালের মধ্যে রাষ্ট্রসংঘের ঘোষিত সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস বাস্তবায়িত হলে এই সংখ্যাটা আরও কমতে পারে। ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৫ কোটি ৬৯ লক্ষ। ২০৬০ সালে সেই সংখ্যা প্রায় অর্ধেক কমে দাঁড়াবে ৮ কোটি ১৩ লক্ষ।

তবে শুধুমাত্র যে জনসংখ্যা কমার কথাই বলা হচ্ছে তা কিন্তু নয়। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি থাকবে ২০৩৯ সালে। ওই সময় সে দেশের মোট জনসংখ্যা হতে পারে প্রায় ১৭ কোটি ৩৪ লক্ষ। তবে জনসংখ্যা বাড়লেও এই সময়ে বাংলাদেশে জন্মহারও অনেকটাই কমে আসবে। ২০১৭ সালে বাংলাদেশে জন্মহার ছিল প্রায় ২%। ২১০০ সালে তা কমে দাঁড়াবে ১.১৯%। তবে যদি রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী চলা যায় তবে সেটি আরও কমে দাঁড়াবে ১. ১৭%।

তবে ২০৬০ সালের পর বিশ্বের মোট জনসংখ্যা ৮৮০ কোটি হতে পারে বলেও দাবি করছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে রাষ্ট্রসংঘের অনুমানের তুলনায় এই সংখ্যা প্রায় ২০০ কোটি কম। তবে বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ থাকবে ২০৬৪ সালে। সে সময় জনসংখ্যার পরিমাণ হবে প্রায় ৯৭০ কোটি। বাংলাদেশের মতো স্পেন, জাপান ও ইটালির জনসংখ্যাও অর্ধেক কমার সম্ভাবনা রয়েছে। তবে ২০৬০ সাল পর্যন্ত আফ্রিকার জনসংখ্যা মোটেই কমবে না। বরং তা তিনগুন বাড়বে৷ তবে এই শতাব্দী শেষে তরুণদের তুলনায় বৃদ্ধের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। ২১০০ সালের মধ্যে ৬৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা দাঁড়াবে প্রায় ২৪০ কোটি। তবে বয়স্কদের সংখ্যা বাড়লেও ২০ বছরের কমবে। এই বয়সীদের সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ১৭০ কোটি। জনসংখ্যা কমার কারণ হিসেবে নারীশিক্ষার উন্নয়ন এবং জন্মনিরোধক পদ্ধতি সহজলভ্য হওয়ার কথা উল্লেখ করেছেন গবেষকরা।

RELATED ARTICLES

Most Popular