Homeএখন খবরসুন্দরবনে কীটনাশক প্রয়োগ করে মাছ চুরি করতে গিয়ে পুলিশের জালে ৬ জেলে

সুন্দরবনে কীটনাশক প্রয়োগ করে মাছ চুরি করতে গিয়ে পুলিশের জালে ৬ জেলে

ওয়েব ডেস্ক : শনিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের গহীন বনের ছাপড়াখালি খালে কীটনাশক দিয়ে মাছ শিকার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে ৬ চোরা শিকারী।

জানা গিয়েছে, ঘটনায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালি গ্রামের আলী আকবরের ছেলে আজগর আলী, শাহাদাৎ হোসেনের ছেলে জাকির হোসেন, আল আমিন শেখের ছেলে সাকিব শেখ ও মোখলেস শেখের ছেলে এমাদুল শেখ এবং শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল হক খানের ছেলে সেলিম খান ও আব্দুর রব হাওলাদারের ছেলে কবির হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ মন চিংড়ি ও সাদা মাছ, একটি ট্রলার এবং ডিঙি নৌকা উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, শরণখোলা রেঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক আবুল কালাম সরকার ওই ছয়জন চোরা কারবারীর বিরুদ্ধে বন আইনে পৃথক দুটি মামলা করেছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন জানান, গোপন সূত্রে শনিবার বিকালে সুন্দরবনের ছাপড়াখালি এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ছাপড়াখালি খালে মাছ শিকার করার খবর আসে। তার ভিত্তিতেই এদিন বনের টহল দল সেখানে অভিযানে যায়। সেখানে গিয়ে একটি ট্রলার, একটি ডিঙি, চিংড়ি, বিভিন্ন প্রজাতির সাদা মাছ ও নৌকাসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে তিনি আরও জানান, এই প্রকার ক্ষতিকর বিষ খালের জলে ব্যবহার করায় নানা প্রকার মাছের মৃত্যু হয়েছে। এমনকি খালের জলও বিষাক্ত হয়ে গিয়েছে।

জয়নালবাবু জানান, “ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ৬ জন জেলে শিকার করেছেন যে তারা সহজে মাছ ধরতে খালের জলে কীটনাশক মিশিয়ে এ মাছ শিকার করেছে। এছাড়া তাদের ব্যবহৃত কীটনাশকের একটি বোতলও খালের ধার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।”

RELATED ARTICLES

Most Popular