Homeএখন খবরফের বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সীমা

ফের বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সীমা

বিশেষ সংবাদদাতা: আয়কর যারা দেন তাদের জন্য সুখবর শোনালো আয়কর দফতর । আয়কর রিটার্ন যারা জমা দেন তাদের স্বস্তি দিয়ে রিটার্ন জমা দেওয়ার ফের আরেকবার সময়সীমা বাড়িয়ে দিল আয়কর দপ্তর। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে ৩০ নভেম্বর ।

করোনা পরিস্থিতি ও লকডাউনের কারনে ২০১৯-২০
আর্থিক বছরের জন্য আগেও কয়েক দফায় বাড়ানো হয়েছিল। সাধারন নিয়ম এপ্রিল শেষ তারিখ অবধি থাকলেও প্রথমে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩০জুন করা হয়। পরে ফের আরেক দফা বাড়িয়ে করা হয় ৩১ জুলাই অবধি। এবার এক লাফে তা আরও বাড়িয়ে ৪ মাস পরে ৩০ শে নভেম্বর করা হল।

শনিবার এই কথা জানানো হয় আয়কর দফতরের পক্ষে । এই দিন ট্যুইট করে আয়কর দফতর বলেছে, বর্তমান সময়ের কথা বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এই সঙ্গে ‘ ইনকাম ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্ট ‘ -এ বিনিয়োগ করার তারিখও বাড়িয়ে দেওয়া হয়েছে ৩১ জুলাই পর্যন্ত । ফলে ২০১৯-২০২০ আর্থিক বছরের জন্য এই সময়ের মধ্যে বিনিয়োগ করলে আয়কর দফতরের ৮০ (সি)ধারাতে নির্ধারিত যে ছাড় পাওয়া যায় তাও পাওয়া যাবে । এল.আই.সি, এন.এস.সি, পি.পি.এফ সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলে ওই ছাড় পাওয়া যায় । আয়কর দফতর এদিন ওই ট্যুইটে জানিয়েছে যে তারা আশাবাদী যে যারা আয়কর দেন এটা তাদের পরিকল্পনা মাফিক বিনিয়োগ করতে সাহায্য করবে ।

শুধু মাত্র আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে তাই নয়, ২০১৯-২০ আর্থিক বছরের জন্য টিডিএস/টিসিএস জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৫ আগস্ট করা হয়েছে । সেন্ট্রাল বোর্ড অব্ ডাইরেক্ট ট্যাক্স জানিয়েছে ,২০১৯-২০ আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা যেমন বাড়ানো হয়েছে তেমনই কর অডিটের সময়সীমা ৩০
সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর করে দেওয়া হয়েছে ।

RELATED ARTICLES

Most Popular