Homeএখন খবরকরোনায় দৈনিক মৃত্যুর নিরিখে ফের রেকর্ড গড়লো ভারত; একদিনেই মৃতের সংখ্যা সাড়ে...

করোনায় দৈনিক মৃত্যুর নিরিখে ফের রেকর্ড গড়লো ভারত; একদিনেই মৃতের সংখ্যা সাড়ে হাজারের কাছাকাছি

নিউজ ডেস্ক: দেশে করোনার সংক্রমণের নতুন কেস কমছে, তবে মৃত্যুর সংখ্যা থেমে নেই। করোনার মৃত্যুর সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ২,২২,৩১৫ টি নতুন করোনার কেস এসেছে এবং ৪,৪৫৪ জন আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে, ৩,০২,৫৪৪ জনও করোনা মুক্ত হয়েছেন। অর্থাৎ, ৮৪,৬৮৩ অ্যাক্টিভ কেস কমেছে। এর আগে শনিবার ২.৪০ লক্ষ নতুন মামলা এসেছিল এবং ৩৭৪৪ জন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছিল।

২৩ শে মে অবধি সারা দেশে ১৯ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৯৬২ করোনার ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। শনিবার ৯ লক্ষ ৪২ হাজার ৭২২ টি ভ্যাকসিনও দেওয়া হয়েছে। একই সময়ে, ৩৩ কোটি ৫ লক্ষেরও বেশি করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিন ১৯.২৮ লক্ষ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভিটি রেট ১২ শতাংশের বেশি।

আজ করোনার সর্বশেষ পরিস্থিতি-

মোট করোনার কেস – ২ কোটি ৬৭ লক্ষ ৫২ হাজার ৪৪৭ টি।

মোট টেস্ট – ২ কোটি ৩৭ লক্ষ ২৮ হাজার

মোট অ্যাক্টিভ কেস – ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬।

মোট মৃত্যু – ৩ লক্ষ ৩ হাজার ৭২০ জন।

দেশে করোনার মৃত্যুর হার ১.১৩ শতাংশ এবং পুনরুদ্ধারের হার ৮৮ শতাংশেরও বেশি। অ্যাক্টিভ কেসগুলি ১১ শতাংশেরও কম হয়েছে। করোনার অ্যাক্টিভ কেসের দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে,সংক্রামিত মোট সংখ্যার দিক থেকেও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরে ভারতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু দেশের ১০ টি রাজ্যের মধ্যে রয়েছে, যেখানে কোভিড থেকে ৭৩.৮৮ শতাংশ মানুষের মৃত্যু করোনার কারণে হয়েছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর পরে কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি, কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড ও অন্ধ্র প্রদেশের নাম রয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ১১ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গেও সংক্রমণ কমলেও, কমছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ফের মৃতের সংখ্যা বেড়েছে রাজ্যে। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮,৪২২ জন এবং মৃত্যু হয়েছে ১৫৬ জনের। এরপরেই রাজ্যে সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩৬৪ জন।

অন্যদিকে,রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯,৪২৯ জন। এরপরই রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন রাজ্যে ১১ লাখ ২২ হাজার ২০১ জন। বুলেটিনের হিসেবে, এদিন রাজ্যে সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ। এদিকে করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ১২লাখ ৪৮ হাজার ৬৬৮। ২৩ মে-তে রাজ্যে কোভিড অ্যাকটিভ কেস ছিল ১ লক্ষ ৩০ হাজাত ৩২৫।

এখনও সংক্রমণের শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা। উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩,৭৭১ জন এবং মৃত ৪৬ জন। অন্যদিকে কলকাতায় ১ দিনে করোনা সংক্রমিত ৩,০৫৬ জন এবং মৃত ৪৬ জন।

RELATED ARTICLES

Most Popular