Homeএখন খবরদৈনিক ৪ লক্ষ করোনা সংক্রমন নিয়ে বিশ্বে নয়া রেকর্ড ভারতের! মৃত্যুর হারে...

দৈনিক ৪ লক্ষ করোনা সংক্রমন নিয়ে বিশ্বে নয়া রেকর্ড ভারতের! মৃত্যুর হারে নয়া রেকর্ড দেশে

নিউজ ডেস্ক: দেশে নতুন রেকর্ড গড়ল করোনা। একদিনেই আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪ লক্ষের গণ্ডি। দৈনিক মৃত্যুর নিরিখেও দেশে রেকর্ড গড়েছে করোনা, মৃত ৩,৫২৩ জন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন অনুসারে, বিগত একদিনে ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে দৈনিক সুস্থতার হার দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৯৯৮ জন। অর্থাৎ দৈনিক সুস্থতার হারের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে গিয়েছে।

ভারতে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৯১,৬৪,৯৬৯ জন। দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০। বিগত এক দিনে দেশজুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। যার ফলে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জন। উত্তরপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়ের করোনা পরিস্থিতি অতীব ভয়ংকর।

সারা দেশের মধ্যে সর্বাধিক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে। গত এক দিনে শুধু এই রাজ্যেই ৬২,৯১৯ জন মানুষ নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রের পর কর্ণাটক রয়েছে এই তালিকার দ্বিতীয় স্থানে। কর্নাটকে ৪৮,২৯৬ জন একদিনে আক্রান্ত হয়েছেন। কেরলে ৩৭,১৯৯ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়।

পশ্চিমবঙ্গেও বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৭,৪১১ জন। তাঁদের মধ্যে ৩,৯৩২ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯২৪ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়েছে সেখানকার ৯৭৩ জনের শরীরে।

আমাদের এই দেশ ভারতবর্ষ সংক্রমনের নতুন রেকর্ড গড়ে ফেলল। এতদিন দৈনিক সংক্রমণ সাড়ে তিন লক্ষের কাছাকাছি ঘোরাফেরা করছিল। এবার এক ধাক্কায় দৈনিক সংক্রমণের হার ৪ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল, যা শুধু ভারতের কাছে নয়, সমগ্র পৃথিবীর করোনা ইতিহাসের কাছে রীতিমতো রেকর্ড স্বরূপ। কারণ ইতিপূর্বে পৃথিবীর অন্য কোনও দেশে দৈনিক সংক্রমিত সংখ্যা ৪ লক্ষের গন্ডি পেরোয়নি।

RELATED ARTICLES

Most Popular