Homeএখন খবরকরোনার ওষুধ রেমডেসিভি আনার পথে দুর্ঘটনায় ভারতীয় বিমান! আহত দুই পাইলট

করোনার ওষুধ রেমডেসিভি আনার পথে দুর্ঘটনায় ভারতীয় বিমান! আহত দুই পাইলট

নিউজ ডেস্ক: দেশে একদিকে বেড়েই চলেছে করোনা সংক্রমন।অন্যদিকে,এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্যবহার হওয়া রেমডেসিভির বহনকারী একটি সরকারি বিমান জরুরি অবতরণ করলো মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান বন্দরে। এই ঘটনাটি বৃহস্পতিহার রাত ১০টা ১০ মিনিটের। ইন্দোর থেকে আসছিল বিমানটি।

এই ঘটনা নিয়ে গোয়ালিয়রের জেলা শাসক কৌশেলন্দ্র বিক্রম সিং বলেন,বিমানটিতে পাইলট ও সহ পাইলট ছিলেন।যাদের দ্রুত বায়ুসেনার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।জানা গিয়েছে যে তাদের চোট বেশি গুরুতর নিয়ম।জেলা শাসক আরও বলেন, বিমানটি রেমডেসিভির ইনজেকশন নিয়ে ইন্দোর থেকে টেক অফ করেছিল।তবে যান্ত্রিক ত্রুটি হওয়ায় গোয়ালিয়রে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি রেমডেসিভির ইনজেকশনের।

তবে এখনও পর্যন্ত ক্র্যাশ ল্যান্ডিংয়ের মূল কারণ জানা যায়নি। খবর পেয়েই সেখানে ছুটে এসে পাইলট ও সহ পাইলটলে উদ্ধার করেন বায়ুসেনার আধিকারিকরা।

অন্যদিকে গোয়ালিরের পুলিশ সুপার সূত্রে খবর, ‘বিমানের অ্যারেস্টর গিয়ারে গোলমাল ছিল, এই গিয়ার অবতরণের সময় রানওয়েতে বিমানকে আস্তে করতে সাহায্য করে।তিনি বলেন, এই দুর্ঘটনার মূল কারণ পাইলটই জানবেন। তবে ঘটনার আকস্মিকতায় পাইলট শকে রয়েছেন।’ উল্লেখ্য, ক্র্যাশ ল্যান্ড করা বিমানটি মধ্যপ্রদেশ সরকার ২০২০ সালে ৬৫ কোটি টাকার বিনিময়ে কিনেছিল।

RELATED ARTICLES

Most Popular