Homeএখন খবরপশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ইন্দিরা স্মরণে নানা কর্মসুচী জেলা

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ইন্দিরা স্মরণে নানা কর্মসুচী জেলা

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার প্রয়াত প্রধানমন্ত্রী তথা জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী ইন্দিরা গান্ধীর  ১০২তম জন্ম দিবস পালন করলেন কংগ্রেস ও তার শাখা সংগঠননের সদস্যরা।  মেদিনীপুর শহরের জেলা কংগ্রেস ভবনে এই উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করে জেলা যুব কংগ্রেস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যুব কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মহম্মদ সইফুল জানিয়েছেন,  মোট ৪০জন রক্ত দিয়েছেন এই শিবিরের। কংগ্রেসের মহিলা ও ছাত্র শাখার সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ। রাজ্য ছাত্র পরিষদে প্রাক্তন সভাপতি আশুতোষ চ্যাটার্জী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলা যুব কংগ্রেস সভাপতি মহঃ সাইফুল, সহ-সভাপতি সুহাশিষ পণ্ডা প্রমূখরা। শিবিরে উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক
ডাঃ তাপস ফ্রান্সিস বিশ্বাস।

অন্যদিকে ঝাড়গ্রাম জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ঝাড়গ্রাম ব্লকের সরডিহা অঞ্চলের গড়মোহান গ্রামে  ইন্দিরা গান্ধীর জন্ম বার্ষিকী পালন করা হয়। সেই উপলক্ষ্যে এলাকার ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক দান করা সহ ইন্দিরা গান্ধীর পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠান শেষে এলাকার ছ’ টি গ্রামের কয়েক শ মানুষ জন  খিচুড়ি আহারে অংশ গ্রহণ করেন।উপস্থিত ছিলেন জেলা কার্যকরী সভাপতি তাপস মাহাত ,ঝাড়গ্রাম ব্লক কংগ্রেস কমিটির সভাপতি চঞ্চল দে । জেলা কংগ্রেসের অন্যতম নেতা বিপ্লব প্রামানিক সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব।

RELATED ARTICLES

Most Popular