Homeএখন খবরআত্মীয়ের অপর্যাপ্ত ঘর, নৌকাতেই কোয়ারেন্টাইনে ষাটোর্ধ্ব ব্যক্তি

আত্মীয়ের অপর্যাপ্ত ঘর, নৌকাতেই কোয়ারেন্টাইনে ষাটোর্ধ্ব ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়ায় ভিন রাজ্য থেকে ফেরা কয়েকজন যুবক গাছের মধ্যেই কোয়ারেন্টাইন ঘর বানিয়ে ছিলেন কারন তাঁদের বাড়িতে পৃথক থাকার জন্য আলাদা ঘর ছিলনা। একটি গাছের মধ্যেই খাটিয়া ও মশারি বেঁধে বানানো হয়েছিল সেই গাছ কোয়ারেন্টাইন। এবার সেই একই কারনেই নৌকায় কোয়ারেন্টাইনে রয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ডোবা পাড়া গ্রামের ঘটনায় রীতিমত হৈচৈ এলাকায়। রীতিমত গ্রাম ডিঙ্গিয়ে মানুষ আসছেন এই অবাক করা ঘটনা দেখতে।

স্থানীয় সুত্রে জানা গেছে ষাটোর্ধ্ব ওই ব্যক্তির বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার পাবনা পাড়া এলাকায়। ঘরে থাকতে ভাল লাগেনা তাই পরিবারের নিষেধ অতিক্রম করেই লকডাউন চলাকালীনই ওই ব্যক্তি পায়ে হেঁটেই চলে যান হবিবপুরের বুলবুলচন্ডী তে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে। এদিকে বাইরে থেকে লোক আসায় এলাকার মানুষ আপত্তি করে জানায় ওই গ্রামে আত্মীয়বাড়িতে থাকার ব্যাপারে। স্থানীয় মানুষ এবং ওই আত্মীয়ের উদ্যোগে তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসাকেন্দ্রে।

চিকিৎসকরা তাঁকে পরীক্ষার পর ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। কিন্তু আত্মীয়র বাড়িতে অপর্যাপ্ত ঘর থাকায় এই বৃদ্ধ সিদ্ধান্ত নেন তিনি নৌকার উপর দিন যাপন করবেন। এরপর থেকেই তিনি স্থানীয় টাঙ্গন নদীতে নৌকার ওপর কোয়ারেন্টিন করে রয়েছেন। আত্মীয়ের পাশাপাশি গ্রামের মানুষরাও তাঁকে খাবার, পানীয় জল ইত্যাদি পৌঁছে দিচ্ছেন। পাড় থেকেই চলছে গল্প গুজব। তবে বিষয়টি নিরাপদ নয় মনে করেই বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হবিবপুর বিডিও।

RELATED ARTICLES

Most Popular