Homeএখন খবরহলদিয়ার ইন্ডিয়ান ওয়েলের প্ল্যান্টে আগুন, পেট্রোকেমের সিঁদুরে মেঘে আতঙ্ক ছড়াল এলাকায়

হলদিয়ার ইন্ডিয়ান ওয়েলের প্ল্যান্টে আগুন, পেট্রোকেমের সিঁদুরে মেঘে আতঙ্ক ছড়াল এলাকায়

নিজস্ব সংবাদদাতা: হলদিয়ায় অবস্থিত ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের (আইওসি)শোধনাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়াল এলাকায়। মাত্র কয়েকমাস আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালসে আগুন লেগে বেশ কয়েকজন কর্মচারীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ ছিল। বৃহস্পতিবার তাই আইওসিতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল।

 

আইওসি সূত্রে অবশ্য জানানো হয়েছে, তেমন কোনও মারাত্মক ঘটনা এদিন ঘটেনি। বেলা ১২টা নাগাদ প্ল্যান্ট থেকে কিছু উত্তপ্ত উপক্ষার নির্গত হয়ে তরল বিটুমিনের ওপরে পড়ে এবং বাতাসে থাকা অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। বিটুমিন থাকায় কালো ধোঁয়ায় ভরে ওঠে প্ল্যান্টের মুখ। যদিও আগুনের পরিমান ততটা ভয়ানক ছিলনা। ১৫মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রন নিয়ে আসে আইওসির নিজস্ব অগ্নি নির্বাপক পদ্ধতিতে।

 

এদিকে আইওসিতে আগুন লাগার ঘটনার খবর পেয়েই তৎপর হয়ে ওঠে হলদিয়া মহকুমা প্রসাশনের কর্তা ব্যক্তিরা। ছুটে আসে পুলিশও। যদিও তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসে। আইওসি সূত্রে জানা গেছে, কিছুদিন আগেই প্ল্যান্ট শাট-ডাউন দেওয়ার পর পরীক্ষা মূলক ভাবে শুরু করা হয়েছিল প্ল্যান্ট। পুরোদস্তুর প্ল্যান্ট চালু থাকলে যে পরিমান কর্মচারী থাকার কথা তা এদিন ছিলনা।

RELATED ARTICLES

Most Popular