Homeআন্তর্জাতিকইরাকের মার্কিন ঘাঁটিতে বড়সড় হামলা ইরানের, ৮০জন মার্কিনী জঙ্গি খতম দাবি করল...

ইরাকের মার্কিন ঘাঁটিতে বড়সড় হামলা ইরানের, ৮০জন মার্কিনী জঙ্গি খতম দাবি করল তেহরান

মার্কিন ঘাঁটি লক্ষ করে ছুটছে মিশাইল 

নিজস্ব সংবাদদাতা: যদি সত্যি হয়ে থাকে তবে এই সময়ের সব চেয়ে বড় মাশুল ডিটেল হল মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইরানের গোয়েন্দা প্রধান কাশেম সোলেমানি হত্যার বদলা নিতে ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ৮০জন মার্কিন সেনা তথা ইরানের ভাষায় জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি করল ইরান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইরানের একটি সংবাদসুত্র জানিয়েছে,  বুধবার ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে আমেরিকার ফৌজকে নিশানা করে প্রায় এক ডজন মিসাইল ছুঁড়েছে ইরানের সেনা। ইরানের সংবাদপত্রের দাবি এই হামলায় অন্তত ৮০ জন আমেরিকান জঙ্গি খতম হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পেন্টাগন সূত্রে খবর, ইরাকের আইন আল–আসাদ এবং ইরবিল সেনাঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। ওই দুই ঘাঁটিতে ইরাকি বাহিনীর সঙ্গে রয়েছে আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনীও। দাবি হামলায় অন্তত ৮০ জন আমেরিকান জঙ্গি খতম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে ইরানের সেনাবাহিনী। কমান্ডার কাশেম সোলেমানির মৃত্যুর বদলা নিতেই এই হামলা বলে সরকারি সংবাদমাধ্যমে বিবৃদিয়েছে ইরানি ফৌজ। সঙ্গে হুমকি দেওয়া হয়েছে, আমেরিকা প্রত্যাঘাতের চেষ্টা করলে আরও কড়া জবাব দেওয়া হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হামলার সমর্থনে টুইটারে ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জরিফ বলেন, ‘‌আমরা যুদ্ধ চাই না। তবে যে কোনও আগ্রাসনের চেষ্টার কড়া জবাব দেওয়া হবে। রাষ্ট্রসংঘের নিয়মাবলী মেনেই যে ফৌজি ঘাঁটিগুলি থেকে সন্ত্রাস ছড়ানো হচ্ছিল, সেখানে আমরা হামলা চালিয়েছি।’‌

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি টুইট করেছেন। তিনি বলেন ‘‌অল ইজ ওয়েল। ইরাকের দু’টি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তবে সব ঠিক আছে। আমাদের সেনা বিশ্বে সবচেয়ে আধুনিক।’‌

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে সোলেমানির হত্যার পর মধ্যপ্রাচ্যের অবস্থা ক্রমশঃ উত্তপ্ত হয়ে উঠছে, যুদ্ধের বাতাবরন তৈরির আশংকা করছেন বিশ্ব রাজনীতিবিদরা। আমেরিকা সরাসরি ইরানে হামলা করলে চিন এবং রাশিয়া ইরানের পক্ষে দাঁড়াতে পারে এমনটাও ভাবা হচ্ছে। ফলে ছোটখাটো বিশ্বযুদ্ধও বেধে যেতে পারে। 

RELATED ARTICLES

Most Popular