Homeআন্তর্জাতিকফের হামলা বাগদাদে , উপসাগরীয় যুদ্ধের দামামা, ইরানের আকাশ পথ ব্যবহার...

ফের হামলা বাগদাদে , উপসাগরীয় যুদ্ধের দামামা, ইরানের আকাশ পথ ব্যবহার না করার নির্দেশ ভারতের

নিজস্ব সংবাদদাতা: শুক্রবারের পর শনিবার, ফের বাগদাদের মাটিতে বোমা বর্ষন করল মার্কিন বায়ুসেনা আর তারফলে প্রবল হয়ে উঠছে উপসাগরীয় যুদ্ধের সম্ভাবনা। এমন জায়গায় দাঁড়িয়ে ইরানের আকাশসীমা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হল ভারতীয় বিমানমন্ত্রকের তরফে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে ইরানের আকাশসীমা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গতকালই বাগদাদ বিমানবন্দরে মার্কিনি রকেট হামলায়  ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেমানি সহ মৃত্যু হয়েছে ৮ জনের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর শনিবার ফের বাগদাদে হামলা চালায় মার্কিন বায়ুসেনা। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, এদিন ভোরে বাগদাদের উত্তরে শিয়া মিলিশিয়াটির একটি কনভয়ে হামলা চালিয়েছে মার্কিন ড্রোন। কনভয়ের গাড়ি লক্ষ্য করে আছড়ে পড়ে একাধিক মিসাইল। মনে করা হচ্ছে, মার্কিন রিপার ড্রোন থেকেই গাইডেড মিসাইলগুলি ছোঁড়া হয়েছে। হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে খবর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোলেমানির মৃত্যুর পর পুরো উপসাগরীয় এলাকা ও মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে উত্তেজনা। যদিও ইরান জানিয়েছে, এর প্রভাব তেলের দামের উপর পড়বে না। বিবৃতি জারি করা হয়েছে দিল্লির তরফে। সেই বিবৃতিতে বলা হয়েছে, “আমরা লক্ষ করেছি, আমেরিকার আক্রমণে ইরানের এক শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। এর ফলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে সারা বিশ্ব উদ্বিগ্ন। শান্তি, স্থিতিশীলতা ও ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত। পরিস্থিতি যেন হাতের বাইরে না চলে যায়। আমরা সংযত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভারতের তরফে শান্তির বার্তা দেওয়া হলেও ইরান, ইরাক হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকারকে। ইরানের সেনাবাহিনীর প্রধান আয়াতুল্লাহ আলি খোমেইনি সতর্ক করেছেন আমেরিকাকে। তিনি বলেছেন “যে শত্রুরা সোলেমানির রক্তে নিজেদের হাত নোংরা করল তাদের বিরুদ্ধে নৃশংস বদলা নেওয়া হবে। সোলেমানির কাজ ও পথ চলা থামবে না। সেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাব।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, “মধ্যপ্রাচ্যর পরিস্থিতি খারাপ বলে যে দাবি আমেরিকা করে তা সম্পূর্ণ মিথ্যে। এই মিথ্যের আশ্রয় নিয়ে ইসলামের কম্যান্ডার কাসেম সোলেমানিকে হত্যা করল তারা। এই হত্যা ব্যর্থ যাবে না। এবার আমেরিকা বুঝতে পারবে, মধ্যপ্রাচ্যর পরিস্থিতি কী হতে পারে? আমেরিকাকে এই হামলার মূল্য চোকাতে হবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একই সুরে ইরাকের তদারকি সরকারের প্রধান আদেল আবদেল মাহদিও বলেন, আমেরিকা আমাদের দেশে হানা দিয়েছে। এর ফলে বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে। তাঁর কথায়, “ইরাকের অভ্যন্তরে যেভাবে এক সেনাপ্রধানকে হত্যা করা হয়েছে তা এদেশের সরকার ও জনগণের বিরুদ্ধে আগ্রাসন হিসাবেই গণ্য করা হবে। এর ফলে বড় ধরনের যুদ্ধ বেধে যেতে পারে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত বছরও একই রকমের নির্দেশ দিয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রক। আমেরিকার একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল ইরান। তারপরেই সেই এলাকার সীমানা ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল ভারতীয় বিমানমন্ত্রক। এবারও তাই হল। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশিকা পর্যন্ত অন্য পথ ব্যবহার করতে হবে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে।

RELATED ARTICLES

Most Popular