Homeরাজ্যসৌরভ গাঙ্গুলি কি অবশেষে রাজনীতির ময়দানে, ডোনার কথায় রহস্য

সৌরভ গাঙ্গুলি কি অবশেষে রাজনীতির ময়দানে, ডোনার কথায় রহস্য

বিশেষ সংবাদদাতা: এবার কী ক্রিকেটের ময়দান থেকে সরাসরি রাজনীতির ময়দানে পা রাখবেন সৌরভ গাঙ্গুলী? দীর্ঘ দিন ধরেই এ নিয়ে জল্পনা চলছে । এবার সেই জল্পনা আরও উসকে দিলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতির ঘরনী ডোনা গাঙ্গুলী । সৌরভ রাজনীতি করলে সেখানেও সেরার শিরোপা অর্জন করবে বলে মন্তব্য করেছেন তিনি ।

সৌরভকে সংসদীয় রাজনীতিতে সক্রিয় করতে অনেক দিন ধরে চেষ্টা করছে বিজেপি । কেন্দ্রের শাসক দলের ঘনিষ্ঠ বলা চলে সৌরভকে। আবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি দাদাকে অত্যন্ত স্নেহ করেন । আবার সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গেও তার ভালো সম্পর্ক । আগামী বছর বিধানসভা নির্বাচন । এই রাজ্যে বিজেপির সংগঠন ও সমর্থন পেলেও মুখ্যমন্ত্রী হিসেবে ‘ প্রজেক্ট ‘ করার লোক নেই । তাই বিজেপি চাইছে দাদাকে দলে টেনে মুখ্যমন্ত্রী বা মুখ হিসেবে তুলে ধরে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে । আবার দিন কয়েক আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দাদা। সেখানে দুজনের মধ্যে একান্তে কী কথা হয়েছে তা জানা নেই অন্য কারোর। ওই বৈঠক নিয়েও জল্পনা চলছে ।

আর এরই মধ্যে, বুধবার, সৌরভ গাঙ্গুলীর 48 তম জন্মদিনে , দাদার রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে যে জল্পনা তা উসকে দিলেন ডোনা গাঙ্গুলী ।

এমনিতে স্বামীর কাজে নাক গলান না ডোনা। থাকেন নিছের নাচের জগৎ নিয়ে । সেই তিনি এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যা শুনে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে বাঙলার রাজনৈতিক মহল ।

” সৌরভ রাজনীতির বিষয়ে এখনও পর্যন্ত কোনও রকম চিন্তা ভাবনা করে নি। তবে আমার মনে হয় যে ও যে পিচেই খেলুক না কেন সেখানেই সেরার শিরোপা অর্জন করবে । যদি রাজনীতিতে যোগ দেয়, আশা করি, সেখানেও শীর্ষে পৌঁছাবে” বলে মন্তব্য করেছেন ডোনা। এই সঙ্গে তিনি বলেন, ” বলছি না যে ও রাজনীতির মাঠে পা রাখছে। তবে যদি রাজনীতিতে নামে তাহলে শীর্ষে পৌঁছানোর জন্য নামবে।”

ডোনার কথায় বাড়ছে জল্পনা । তবে রাজনীতিতে কী তাহলে তিনি যোগ দিচ্ছেন? এই নিয়ে কিন্তু কোনও কথা বলছেন না সৌরভ গাঙ্গুলী।

আঠারো বছর বয়সে পৌঁছানোর আগেই রঞ্জি ট্রফিতে চাম্পিয়ান, লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি, ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়ে একের পর এক শীর্ষ স্থানে গিয়েছেন সৌরভ গাঙ্গুলী । 2016 সালে সি এ বি সভাপতি । তার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি । এখন আবার আই সি সি সভাপতি হতে পারেন দাদা বলেও কথা উঠেছে । শুধু মাত্র ক্রিকেট ময়দানে না, ক্যুইজ প্রতিযোগিতা ‘ দাদাগিরি ‘র সঞ্চালক হিসাবেও সফল দাদা।

সি এ বি সভাপতি হবার সময় তিনি যেমন পেয়েছেন মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের সমর্থন। তেমনই বি সি সি আই সভাপতি হবার সময় আনুকূল্য পেয়েছেন বিজেপি র । তখনই জল্পনা শুরু হয় যে অদূর ভবিষ্যতে বিজেপি দলে যোগ দিতে চলেছেন দাদা। কিন্তু সকল রাজনৈতিক দলের সঙ্গে সখ্যতা রাখলেও রাজনীতিতে নামার কথা বলেন নি তিনি । বারে বারে বলেছেন বাংলা তথা দেশের ক্রিকেটের উন্নতির কথা। কিন্তু তার জন্মদিনে ঘরনীর একটি মন্তব্য নতুন করে ভাবতে বাধ্য করেছে সবাইকেই ।

তবে কী সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন সৌরভ ? দাদা চুপ থাকলেও ডোনার এই কথা কিন্তু দাদার রাজনীতিতে প্রবেশের জল্পনাকে বাড়িয়ে দিল।

RELATED ARTICLES

Most Popular