Homeরাজ্য২১ শের সভায় যোগদানের পরই করোনায় আক্রান্ত জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী

২১ শের সভায় যোগদানের পরই করোনায় আক্রান্ত জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী

ওয়েব ডেস্ক: রাজ্যে প্রতিদিন করোনার থাবা ক্রমশ চওড়া হচ্ছে। এর ফলে একে একে সংক্রমিত হচ্ছেন শাসকদলের বিধায়ক ও নেতা-কর্মীরা। এবার করোনায় সংক্রমিত হলেন জাঙ্গিপাড়ার বিধায়ক। জানা গিয়েছে, দিন কয়েক আগেই করোনা টেস্ট করিয়েছিলেন জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। সেই রিপোর্ট আসে বুধবার সকালে। তাতেই জানা যায় তিনি করোনায় আক্রান্ত। এদিকে মঙ্গলবার ২১ শে জুলাই উপলক্ষে হুগলির চণ্ডীতলার সভায় যোগ দিয়েছিলেন তিনি।

শহিদ দিবসের সভায় বহু মানুষের সংস্পর্শে এসেছিলেন স্নেহাশিসবাবু। বিধায়ক করোনায় আক্রান্ত শুনে রীতিমতো আতঙ্কিত প্রায় শাসকদলের নেতা-কর্মীরা। আপাতত কোয়ারেন্টাইনে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

জানা গিয়েছে, দিনকয়েক আগেই জ্বর হয়েছিল বিধায়কের। সেই সময় সন্দেহের বশেই করোনা পরীক্ষা করান হুগলির জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। বুধবারই আসে সেই রিপোর্ট। জানা যায়, বিধায়ক করোনায় আক্রান্ত। এবিষয়ে কানাইপুরের পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন, “জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমিত বিধায়কের স্ত্রী, ছেলে, শ্বশুর,শাশুড়ি, দেহরক্ষী-সহ গাড়ির চালকও।” এদিকে বিধায়ক করোনায় আক্রান্ত জানার পর থেকেই ২১শের সভায় যোগদান করা তৃণমূল সাংসদ, বিধায়ক-সহ জেলা সভাপতিদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বুধবার পঞ্চায়েতের পক্ষ থেকে বিধায়কের বাড়ি স্যানিটাইজও করা হয়।

এদিকে মঙ্গলবারই করোনায় সংক্রমিত হয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এর কিছুদিন আগেই আক্রান্ত হন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রথমে হোম আইসোলেশনে থাকলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে ভরতি করতে হয় যদিও বর্তমানে তিনি করোনামুক্ত। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিল পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। বর্তমানে তিনিও করোনামুক্ত৷ তবে করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভরতি পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানও করোনা আক্রান্ত। তবে রাজ্যে প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বিধায়কের৷ করোনাকে হারিয়ে আর বাড়ি ফিরতে পারেননি ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ।

RELATED ARTICLES

Most Popular