Homeএখন খবরপাঞ্জাব থেকে ঝাঁসি, ঘুমন্ত শিশুকে সুটকেশের ওপরে রেখেই ৮০০কিমি হাঁটছেন ঝাঁসির রানী

পাঞ্জাব থেকে ঝাঁসি, ঘুমন্ত শিশুকে সুটকেশের ওপরে রেখেই ৮০০কিমি হাঁটছেন ঝাঁসির রানী

নিজস্ব সংবাদদাতা: আত্মনির্ভর ভারত গড়তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০লক্ষ কোটি টাকার ক’টাকা তাঁর জন্য বরাদ্দ জানেননা এই মা। শুধু জানেন তাঁকে হাঁটতে হবে। হেঁটে পৌঁছাতে হবে পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশের ঝাঁসি। সেই ঝাঁসি! যার মেয়ে পরাধীন ভারতে ব্রিটিশ সেনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঘোড়ায় চেপে লড়াই করেছিলেন। আওয়াজ তুলে ছিলেন, মেরে ঝাঁসি দেঙ্গে নেহি! যদি ছবি টা মনে পড়ে তাহলে খেয়াল করুন সেদিনের সেই ঝাঁসির রানীর পিঠে কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল তাঁর শিশুপুত্র।

প্রায় ২০০বছর পর স্বাধীন ভারতে আজকের এক ঝাঁসি কন্যাকেও দেখা গেল শিশুপুত্রকে নিয়ে যেতে। তবে ঘোড়ায় চড়ে নয়, হেঁটে। আর শিশুপুত্রটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, তার পা দুটো আর চলছেনা। তাই কখন যেন উপুড় হয়ে ঘুমিয়ে পড়ে আছে সুটকেশের ওপর। তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় নেই মায়ের, থামা বারন যে! তাই ঘুমন্ত শিশু সহ আরও ভারী হয়ে যাওয়া সুটকেশ দড়িতে বেঁধে টেনে নিয়ে চলেছেন আজকের ঝাঁসি কি রানী।

এঁরা ভারতের পরিযায়ী শ্রমিক, হাঁটা বন্ধ করলে, থমকে গেলে, ঘুমিয়ে পড়লে প্রাণে মরতে হবে। ভালই জানেন ওঁরা। কিন্তু কোলের সন্তানটি সে আর কতক্ষণ হাঁটবে?ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়েছিল সুটকেসেই। সুটকেসের ওজন বেড়ে গিয়েছে , কিন্তু আটশো কিলোমিটার যেতে হবে যে, তাই হাঁটা থামাতে পারেন না।নেটদুনিয়ায় ভাইরাল সেই মর্মস্পর্শী ছবি।
এই ছবি যখন প্রকাশ পাচ্ছে তখন ইতিমধ্যেই শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে হাঁটার পথে। ঔরঙ্গাবাদে খাবার জন্য বানানো রুটি ছড়িয়ে দিয়ে ক্লান্ত হয়ে ট্রেনের লাইনে ঘুমিয়ে পড়া ১৬ জন শ্রমিককে পিষে দিয়ে গেছে ট্রেন। তবুও থামা নেই। প্রান হাতে করেই বাড়ি ফিরছে ভারতের বিশ্বকর্মারা। এমনই এক দলে রয়েছেন ঝাঁসির ওই মা। কাজ নেই, খাবার নেই, একপ্রকার বাধ্য হয়েই পাঞ্জাব থেকে বাড়ির দিকে ফিরছিলেন তাঁরা। কিন্তু বাড়ির দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার। দিনভর হাঁটা, রাতে পথের ধারেই বিশ্রাম, এই ছিল নিয়তি। সংবাদমাধ্যমের সঙ্গে দলটির দেখা হয় উত্তর প্রদেশের আগ্রায়। কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করায় বলেন, ঝাঁসি।

পূর্ণবয়স্ক মানুষেরা জীবন বাজি রেখে হেঁটে গিয়েছেন। কিন্তু কচি কচি পা দু’টোর কি আর সেই সামর্থ্য ছিল!  অগত্যা সেই  খুদে  ঘুমিয়েই পড়েছিল সুটকেসের উপর। দল থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে তাই নিয়েই হাঁটছেন মা। পিছিয়ে গেলে বাড়ি ফেরা হবেনা যে। তাই শুধু ‘আগ্রা’ বলেই এগিয়ে গেলেন মা, সাংবাদিকদের পোজ দেওয়ার সময় কোথায়?

RELATED ARTICLES

Most Popular