Homeএখন খবরহাতি আটকাতে বিদ্যুতের বেড়া! ফাঁদে পড়ে মৃত্যু ঝাড়গ্রামের মহিলার

হাতি আটকাতে বিদ্যুতের বেড়া! ফাঁদে পড়ে মৃত্যু ঝাড়গ্রামের মহিলার

নিজস্ব সংবাদদাতা: হাতির উপদ্রব ঠেকাতে বিদ্যুৎবাহী তারের বেড়া দেওয়া হয়েছিল ধান ক্ষেতের চার পাশে আর সেই ফাঁদে পড়েই মৃত্যু হল এক মহিলার। বুধবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে ওই থানার কলমাপুকুরিয়া গ্রাম সংলগ্ন বেনাচারিয়া জঙ্গলে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম মুনু প্রামানিক। ৬৫ বছরের ওই মহিলার বাড়ি কমলাপুকুরিয়া গ্রামের লোধা পাড়াতে।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকালের দিকে মুনুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জঙ্গলের ভেতরে ধানের ক্ষেত সংলগ্ন একটি সাবমার্সিবল পাম্পের কাছে। ওই সাবমার্সিবল পাম্প থেকেই ধানের ক্ষেতে জল সিঞ্চনের ব্যবস্থা রয়েছে। মুনুর পরিবারের অভিযোগ, বেলার দিকে জঙ্গলে কাঠ কুড়ানোর জন্য গিয়েছিল আর ফেরেনি। এদিকে ওই ক্ষেতের কয়েকজন চাষি বিকালে জমি পরিদর্শন করতে গিয়ে মুনুকে পড়ে থাকতে দেখেন। তারপরই খবর রটে যায়। মৃতার পরিবারের দাবি, জঙ্গলে কাঠ কুড়ানোর সময় জল তেষ্টা পেলে সে ওই জমিতে থাকা পাম্পে জল খেতে গিয়েছিল। জমির চারপাশে যে সরু তার দিয়ে ঘেরা ছিল এবং তাতে বিদ্যুৎ সংযোগ ছিল তা বুঝতে পারেনি মহিলা। ফলে ওই তারে জড়িয়ে যায় সে।

উল্লেখ্য নয়াগ্ৰাম এলাকায় হাতির উৎপাত সর্বজন বিদিত। জঙ্গল বেষ্টিত এলাকায় হাতির আক্রমনে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির ঘটনার পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। মানুষের বছর ভরের ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়তে হয়। তাই ফসল বাঁচাতেই কেউ কেউ এরকম পন্থা নিয়ে থাকে। সেই ফাঁদে পড়েই মহিলার মৃত্যু হয়েছে বলেই মনে হচ্ছে। তবে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই রিপোর্ট আসার পরই প্রকৃত কারন জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে নয়াগ্ৰাম থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular