Homeএখন খবরঐশীর বিরুদ্ধেই মামলা দিল্লি পুলিশের, রাষ্ট্রীয় প্রতিহিংসা বলছে জেএনইউ

ঐশীর বিরুদ্ধেই মামলা দিল্লি পুলিশের, রাষ্ট্রীয় প্রতিহিংসা বলছে জেএনইউ

নিজস্ব সংবাদদাতা: মুখে কাপড় বাঁধা যে দুস্কৃতিকারীরা জেএনইউর লেডিস হোস্টেলে হামলা চালালো যাঁরা মাথা ফাটিয়ে দিল ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ কিংবা অধ্যাপিকা সুচরিতা সেনের তাঁদের গ্রেপ্তার করা তো দুরের কথা এখনও তাঁদের হদিস করতে পারেনি পুলিশ বদলে আক্রান্ত ঐশী ঘোষের বিরুদ্ধেই মামলা দায়ের করল দিল্লি পুলিশ। মাস কয়েক আগে জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার প্রতিহিংসা রাষ্ট্র এভাবেই চরিতার্থ করছে এমনটাই জানিয়েছেন জেএনইউর ছাত্র সংসদের সদস্যরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার সবরমতী হস্টেলে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন জেএনইউয়ের ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ। তাঁর মাথায় ১৬ টি সেলাই হয়েছে। মঙ্গলবার তাঁর বিরুদ্ধেই মামলা করল দিল্লি পুলিশ।তাঁর সঙ্গে আরও ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ, তাঁরা ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুর করেছিলেন। তার পরদিন, অর্থাৎ ৫ জানুয়ারি লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় প্রায় ৫০ জন দুষ্কৃতী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি সার্ভার রুমে ভাঙচুরের জেরেই সবরমতী হস্টেলে হামলা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত ৩ ও ৪ জানুয়ারি জে এন ইউয়ের ছাত্রদের বিরুদ্ধে দু’টি এফআইআর করা হয়। দ্বিতীয় এফআইআরে ঐশীর নাম আছে। অভিযোগ, তিনি আরও আটজন ছাত্রছাত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের আক্রমণ করেন। সার্ভার রুমেও ভাঙচুর করেন। ৩ জানুয়ারির এফআইআরে ক’জনের নাম আছে জানা যায়নি। যদিও সার্ভার রুমে ভাঙচুরের অভিযোগেই ওই এফআইআরটি করা হয়েছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শনিবার ছাত্রছাত্রীরা সার্ভার রুমে ভাঙচুর করার পর শিক্ষায়তনের টেকনিক্যাল স্টাফেরা সেখানে যান। তাঁরা দেখেন, সার্ভারটি অচল করে দেওয়া হয়েছে। তাঁরা ফের সার্ভার চালু করেন। তাঁদের অভিযোগ, দুপুর একটায় একদল ‘দুষ্কৃতী’ ফের সার্ভার রুমে ঢোকে। যন্ত্রপাতির ক্ষতি করে। বিকাল চারটেয় ফের সার্ভার চালু করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ে ফি কমানোর যে আন্দোলন চলছে, তার জেরেই সার্ভার রুমের ক্ষতি করা হয়েছে। ঐশী ঘোষ বলেছেন, আমাদের সংগঠন যথাসাধ্য চেষ্টা করছে যাতে ফি বৃদ্ধির ইস্যুটি শান্তিপূর্ণভাবে মেটানো যায়। তাঁর দাবি, “জওহরলাল নেহরু ইউনিভার্সিটি টিচার্স ফেডারেশন আমাদের হুমকি দিয়েছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি’র বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তার জেরেই বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুর করা হয়েছে। আসলে, ওই সার্ভার থেকেই বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন করানো হচ্ছিল। আর বাম ছাত্র সংগঠনগুলি ফি বৃদ্ধির প্রতিবাদে পরবর্তী সেমিস্টার বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। যাঁরা সেমিস্টারের ফর্ম পূরণ করতে চাইছেন, তাঁদের বাধা দিতেই সার্ভার রুমটিতে ভাঙচুর করা হয়েছে। সার্ভার রুমে ভাঙচুরের ফলে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ফর্ম পূরণের কাজ। তাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরের সেমিস্টারের জন্য ফর্ম পূরণের সময়সীমা বাড়িয়ে রবিবার পর্যন্ত ঘোষণা করেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে ছাত্রসংসদের প্রতিক্রিয়া নির্বাচনে পরাজয়ের পর থেকেই প্রতিশোধ নিতে মরিয়া ছিল বিজেপি এবং বিজেপি পরিচালিত রাষ্ট্রশক্তি। রবিবারের হামলা আর আক্রান্তদের বিরুদ্ধে পুলিশের মামলা সেই প্রতিশোধ আর প্রতিহিংসাকেই চরিতার্থ করল। 

RELATED ARTICLES

Most Popular