Homeএখন খবরমাধ্যমিক পাশ করলেই ডাক বিভাগে প্রচুর নিয়োগ, আবেদন করুন ১৮ই মার্চের মধ্যে

মাধ্যমিক পাশ করলেই ডাক বিভাগে প্রচুর নিয়োগ, আবেদন করুন ১৮ই মার্চের মধ্যে

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকের পর আর পড়া হয়নি বলে খেদ করবেননা। মাধ্যমিক পাশ করেই এবার কেন্দ্রীয় সরকারিদের হারেই চাকরির সুযোগ এনে দিল ভারতীয় ডাক বিভাগ। বাংলার বিভিন্ন প্রান্তে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে তারা। আগামী ১৮ই মার্চের আগেই আবেদন করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের আগে ভারতীয় ডাক পরিষেবার ওয়েব সাইটে গিয়ে যাবতীয় খুঁটিনাটি জেনে নিন।
জানা গেছে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে ৫,৭৭৮ জন গ্রামীণ ডাক সেবক (জিডিএস) নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হতে না হতেই আরও ২০২১ জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ পর্যন্ত মাধ্যমিক উত্তীর্ণ যুবক ও যুবতীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে জিডিএস নিয়োগ করা হবে। ডাক বিভাগের আধিকারিকদের দাবি, এই বিপুল সংখ্যক গ্রামীণ ডাক সেবক নিয়োগ হলে পোস্ট অফিসের পরিষেবা অনেকটাই উন্নত হবে। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ থাকা নতুন জিডিএস নিয়োগ হলে ডাক বিভাগের ই পরিষেবা প্রদানের বিষয়টিও সুচারুভাবে সম্পন্ন করা সহজ হবে।

পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, আইনি জটিলতার কারণে বেশ কিছুদিন ডাক বিভাগের ওয়েস্টবেঙ্গল সার্কেলে গ্রামীণ ডাক সেবক নিয়োগ বন্ধ ছিল। সেকারণে গ্রামাঞ্চল ও শহরের বিভিন্ন ব্রাঞ্চ পোস্ট অফিসে কর্মী সংকট দেখা দেয়। বহু জায়গায় শুধুমাত্র একজন কর্মী দিয়ে পোস্ট অফিস চালানো হচ্ছে। ফলে পোস্ট অফিস অ্যাকাউন্ট খোলা, টাকা তোলা ও জমা দেওয়া, চিঠি বিলি সহ নানান পরিষেবামূলক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সংকট কাটাতে বিভিন্ন পোস্ট অফিসে দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ী কর্মী নিয়োগ করে কোনওমতে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল। কিন্তু এইভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয় বুঝেই দ্রুত গ্রামীণ ডাক সেবক নিয়োগের উদ্যোগ নেয় ডাক বিভাগ। দীর্ঘদিন ধরে আটকে থাকা পশ্চিমবঙ্গ সার্কেলে গ্রামীণ ডাক সেবক নিয়োগের ফলাফল গত মাসে প্রকাশ করা হয়। তাতে মোট ৫,৭৭৮ জন কর্মীকে নিয়োগ করা হবে। সফল প্রার্থীদের কাছে নিয়োগপত্র পাঠানোর কাজও শুরু হয়েছে। ওই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নতুন করে ২,০২১ জন গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ডাক বিভাগ।

মোট ২,০২১টি শূন্যপদের মধ্যে আর্থিকভাবে দুর্বল সম্প্রদায়ের জন্য ১৪৪টি আসন, ওবিসি’দের জন্য ৪০৮টি, প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের জন্য ৬৪টি, তফসিলি জাতির জন্য ৪২৯টি, তফসিলি উপজাতির জন্য ৯৪টি, সাধারণ প্রার্থীদের জন্য ৮৮২টি আসন রয়েছে। তারমধ্যে বারাসত ডিভিশনে নিয়োগ হবে ৫৭ জন, বীরভূম ডিভিশনে ১৪২ জন, কলকাতা দক্ষিণে ৩৭ জন, কলকাতা উত্তরে ১২ জন, মুর্শিদাবাদে ১৫৫ জন, নদীয়া উত্তরে ৭৮ জন, নদীয়া দক্ষিণে ৩৬ জন, নর্থ প্রেসিডেন্সিতে ৫৬ জন, সাউথ প্রেসিডেন্সিতে ১৬৭ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪৪ জন, সিকিমে ২৮ জন, রেলওয়ে মেল সার্ভিস (এসবি ডিভিশন) ১টি, রেলওয়ে মেল সার্ভিস(ডব্লুবি ডিভিশন) ১৬ জন, কোচবিহারে ৬১ জন, দার্জিলিং ২৭ জন, জলপাইগুড়িতে ৪৬ জন, মালদাতে ৬৭ জন, পশ্চিম দিনাজপুরে ৭২ জন, আসনসোলে ৫৫ জন, বাঁকুড়াতে ১১৪ জন, বর্ধমানে ৭৯ জন, কাঁথিতে ১২২ জন, হুগলি উত্তরে ৫৯ জন, হুগলি দক্ষিণে ৩৩ জন, হাওড়ায় ৭৭ জন, মেদিনীপুরে ১৮৪ জন, পুরুলিয়াতে ৯৭ জন ও তমলুকে ৭৫ জন।

এই বিষয়ে ন্যাশনাল ইউনিয়ন অব গ্রামীণ ডাক সেবক সংগঠনের বারাসত সার্কেলের সম্পাদক অনিরুদ্ধ শিকদার বলেন, পশ্চিমবঙ্গ সার্কেলে নতুন করে আরও ২০২১ জন গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এর আগে আরও ৫,৭৭৮ জন জিডিএস নিয়োগের ফলাফল বেরিয়েছে। এই বিপুল সংখ্যক জিডিএস নিয়োগ হলেও ব্রাঞ্চ পোস্ট অফিসে কর্মী সংকটের পরিচিত ছবি বদলে যাবে। পরিষেবা নিয়ে গ্রাহকদের ক্ষোভও কমবে। আগ্রহী প্রার্থীরা এপিপিওএসটি ডট ইন’ ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular