Homeএখন খবরনির্বাচনের মুখেই ফের সুযোগ! প্রায় দেড় হাজার পদে নিয়োগ পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল...

নির্বাচনের মুখেই ফের সুযোগ! প্রায় দেড় হাজার পদে নিয়োগ পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল টেকনোলজিস্ট পদে, বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক আর এই যোগ্যতা থাকলে আবেদন করুন এখুনি

জব ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে মেডিকেলের টেকনোলজিস্ট গ্রেড থ্রি- এর বিভিন্ন পদে নিয়োগের জন্য জারি করা হল বিজ্ঞপ্তি।

শুধু মাত্র অনলাইনে রেজিস্ট্রেশন হবে এবং আবেদন জমা নেওয়া হবে এই ওয়েবসাইটে (www.wbhrb.in) ২৮/১/২১ থেকে ৬/২/২১(রাত ৮টা পর্যন্ত) এর মধ্যে। আপাতত অস্থায়ী ভাবে নিয়োগ হলেও পরে স্থায়ী হতে পারে।

সম্পর্কিত নিয়ম এবং প্রয়োজনীয় বিবরণ নিম্নলিখিত অনুচ্ছেদে বর্ণিত হয়েছে:
বেতন স্কেল: বেসিক বেতন – ২৮৯০০ / – ৯নং লেভেলের এন্ট্রি পয়েন্টে। অন্যান্য ভাতা অনুমোদন হিসাবে গ্রহণযোগ্য হবে।
শূন্যপদ:

মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), জিআর-III   জেনারেল – ৩২৭
এসসি – ১৪০
এসটি – ৩৮
ওবিসি-এ – ৬৪
ওবিসি-বি – ৪৪
পিডাব্লুডি – ২০
মোট – ৬৩৩

মেডিকেল টেকনোলজিস্ট (ওটি), জিআর-III   জেনারেল – ২৯৩
এসসি – ১২৫
এসটি – ৩৪
ওবিসি-এ – ৫৭
ওবিসি-বি – ৪০
পিডাব্লুডি – ১৭
মোট – ৫৬৬

মেডিকেল টেকনোলজিস্ট (ইসিজি) জিআরIII   জেনারেল- ১৪৪
এসসি – ৬৩
এসটি – ১৭
ওবিসি-এ – ২৮
ওবিসি-বি – ২০
পিডাব্লুডি – ০৯
মোট – ২৮১

মেডিকেল টেকনোলজিস্ট (ক্রিটিকাল কেয়ার) জিআর-III                                                               ইউআর – ৮৪
এসসি – ৩৬
এসটি – ১০
ওবিসি-এ – ১৭
ওবিসি-বি – ১২
পিডাব্লুডি – ০৫
মোট – ১৬৪

মেডিকেল টেকনোলজিস্ট(পিঅ্যান্ডও), জিআর III                                               জেনারেল – ০১
এসসি – ০১
এসটি – ০০
ওবিসি-এ – ০০
ওবিসি-বি – ০০
পিডাব্লুডি – ০০
মোট – ০২

মেডিকেল টেকনোলজিস্ট (ইইজি / ইএমজি), জিআর-III

ইউআর – ০১
এসসি – ০০
এসটি – ০০
ওবিসি-এ – ০০
ওবিসি-বি – ০০
পিডাব্লুডি – ০০
মোট – ০১

যোগ্যতা:
(i) ডাব্লুবিসিএইচএসই বা সমতুল্য বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (১০+ ২) উত্তীর্ণ হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই বিষয়গুলি নিয়ে। (ii) রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে দুই বছরের ডিপ্লোমা
পশ্চিমবঙ্গ প্যারামেডিকেল কাউন্সিলের অধীনে যে কোনও স্বীকৃত পত্র / যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত অনুমোদিত সংস্থাপত্র বা মেডিকেল টেকনোলজিতে অর্জিত স্নাতক ডিগ্রি
সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে / বা এক বছর সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা যেখানে কোর্সটি বি.এস.সি. (পিউর/ বায়ো) পশ্চিমবঙ্গ রাজ্যের মেডিকেল অনুষদ দ্বারা / যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বারা প্রাপ্ত।

মনে রাখবেন প্রার্থীদের অবশ্যই ছবি, স্বাক্ষর, এইচএস বা এর সমতুল্য (10 + 2) এর মার্কশিট আপলোড করতে হবে । সম্পর্কিত বিষয়ের ডিপ্লোমা / স্নাতক ডিগ্রির শংসাপত্র (স্ক্যান কপি) লাগবে ফর্ম ফিলাপের সময়।।                          বয়স: ১/২/২১ এর মধ্যে প্রার্থীদের ২১ বছরের কম এবং 39 বছরের বেশি হলে চলবে না।
তবে সরকারি নিয়মানুযায়ী উপরের বয়সের সীমায় ছাড় পাবেন এসসি, এসটি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীরা।
ফি: প্রার্থীদের অবশ্যই অনলাইন আবেদন করে ফি জমা দিতে হবে ১৬০ / – (একশত ষাট টাকা)
মানি অর্ডার, চেক, ব্যাংক খসড়া এবং নগদ ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। এসসি, এসটি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের ফি দিতে হবে না।

RELATED ARTICLES

Most Popular