Homeকাজের কথামাধ্যমিক পাশ হলেই মিলছে ৩০হাজার টাকা বেতনের সরকারি চাকরি, আবেদন করুন ৪...

মাধ্যমিক পাশ হলেই মিলছে ৩০হাজার টাকা বেতনের সরকারি চাকরি, আবেদন করুন ৪ মার্চের মধ্যে

এবার থেকে সব চাকরির আপডেট দ্য খড়গপুর পোষ্টেই 

  নিজস্ব সংবাদদাতা: এবছরই দেড়শ পৌরসভা আর সামনের বছর বিধানসভার নির্বাচন। স্বভাবতই চাকরির ঝাঁপি খুলছে রাজ্য সরকার। আগামী কয়েকমাস বিভিন্ন শুন্যপদে নিয়োগ করবেন সরকার, পাশাপাশি সৃষ্টি করা হবে নতুন কিছু পদও। চাকুরি প্রার্থী তরুন তরুনী দের জন্য এই সময়টা খুবই উজ্জ্বল ও সম্ভাবনাময়। নজর রাখতে হবে কোথায় কোন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলার বেকার যুবক যুবতীর কথা মাথায় রেখে ‘ দ্য খড়গপুর পোষ্ট’ তাই চালু করছেন নতুন বিভাগ ‘কাজের কথা।’ যাঁরা এই বিষয়ে নজর রাখতে চান তারা আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারেন অথবা আমাদের নোটিফিকেশন ক্লিক করে রাখুন। সরাসরি খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে ‘ join’ অনুরোধ পাঠান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার চলে আসুন আজকের ‘কাজের কথায়।’  পশ্চিমবঙ্গ সরকারের গ্রমোন্নয়ন দপ্তর ‘ভিলেজ রিসোর্স পার্সন’  পদের জন্য এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। ওই পদের জন্য রয়েছে প্রচুর শুন্য পদ। আগ্রহী আবেদনকারীরা অনলাইন ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট এনআইসি ডট ইন-এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে পারবেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধুমাত্র অনলাইনেই নয় অফলাইনেও আবেদন করতে পারবেন আবেদনকারীরা। এই চাকরিতে আবেদন করতে কোনও রকম টাকা দিতে হবে না। মোট ২০৪টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের
পদগুলি খালি আছে এই পর্যায়ে, বালুরঘাটে ৩১টি, হিলি ১২টি, তপন ২০টি, কুমারগনী ৩০টি, গঙ্গারামপুর ৪৪টি,হরিরামপুর ২৩টি,কুশমণ্ডি ২৪টি এবং বংশীহারি তে ১৪টি। পশ্চিমবঙ্গের যে কোনও অধিবাসীই আবেদন করার যোগ্য।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবেদনের শেষ তারিখঃ ৪ মার্চ’২০২০।
যোগ্যতাঃ  ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি ভিলেজ রিসোর্স পার্সন- এর নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমাঃ রাজ্য সরকারের এই চাকরির পদে আবেদনের জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে সর্বাধিক বয়স সীমাতে বিশেষ ছাড় পাবেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই পদের জন্য প্রার্থীকে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি ভিলেজ রিসোর্স পার্সন- এর পদের জন্য ডাক মাধ্যমে আবাদেন পাঠান এই ঠিকানায়: কালেক্টারেট বিল্ডিং, সেকশান, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর।

RELATED ARTICLES

Most Popular