Homeএখন খবরদাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘে কল্পতরু উৎসব

দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘে কল্পতরু উৎসব

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,১ জানুয়ারী ঃ
শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ১৮৮৬ সালের ১ লা জানুয়ারী কল্পতরু  হয়েছিলেন।সেই দিন থেকেই এই দিনটিকে কল্পতরু  উৎসব হিসাবে পালন করা হয়। বছরের প্রথম দিন পূর্ব বর্ধমানের দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদাসেবাশ্রম সংঘে প্রতি বছরের ন্যায় এবারও কল্পতরু উৎসব পালিত হচ্ছে। ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার ভোরবেলা থেকে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে উৎসব।,দিনভর চলবে চণ্ডীপাঠ ও গীতাপাঠ, নিত্যপূজা, বিশেষপূজা, কল্পতরু উৎসব,সন্ধ্যারতি,কথামৃত পাঠ ও আলোচনা। দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের পক্ষ থেকে দুপুরে প্রায় ৪০০০জন মানুষের ভোগ খাওয়ার ব্যবস্থা  রয়েছে।  আশ্রমের সকল সদস্য ও সদস্যরা সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত হয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আশ্রমের সম্পাদক অজয় কুমার সাহা জানান,প্রতি বছরের মতো এবারও আশ্রমে কল্পতরু উৎসব শুরু হয়েছে।দিনভর চণ্ডীপাঠ ও গীতাপাঠ,নিত্যপূজা, বিশেষপূজা,কল্পতরু উৎসব,সন্ধ্যারতি,কথামৃত পাঠও আলোচনা রয়েছে।ভোগ খাওয়ার ব্যবস্থা ও রয়েছে।
 নিরাপত্তা রক্ষার জন্য পুলিশের ব্যবস্থা ও রয়েছে।বহু ভক্তের আগমন ঘটেছে।

RELATED ARTICLES

Most Popular