Homeএখন খবরকরোনায় আক্রান্ত কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়, চিন্তার ভাঁজ আলিমুদ্দিনে

করোনায় আক্রান্ত কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়, চিন্তার ভাঁজ আলিমুদ্দিনে

ওয়েব ডেস্ক : রাজ্যে করোনার থাবা ক্রমশ চওড়া হচ্ছে৷ সাধারণ মানুষের পাশাপাশি মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্যের একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব৷ এবার করোনায় সংক্রমিত হলেন উত্তর ২৪ পরগণার কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। শনিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর করোনা সংক্রমণের কথা জানিয়ে পোস্ট করেন বিধায়ক নিজেই। জানা গিয়েছে, গত রবিবার থেকেই জ্বর-কাশি সহ একাধিক উপসর্গ লক্ষ্য করেন তিনি। কিন্তু টানা কয়েকদিন জ্বর থাকায় বাধ্য হয়ে চিকিৎসকের পরামর্শ নেন বিধায়ক। চিকিৎসকের পরামর্শ মতো করোনা পরীক্ষাও করান তিনি। শনিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন বিধায়কের পরিবারের সদস্যরা। সূত্রের খবর, আপাতত মানসবাবুর শারিরীক অবস্থা স্থিতিশীল।

তবে শুধুমাত্র মানসবাবু নন একই সাথে দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম এর প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। আপাতত তিনি বাইপাসের ধারের একটি নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফে জানানো হয়েছে, মহম্মদ সেলিমের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। মানস মুখোপাধ্যায়, মহম্মদ সেলিম ছাড়াও মারণ ভাইরাসের কবলে পড়েছেন রাজ্যের বেশ কয়েকজন সিপিএম নেতা। তাদের মধ্যে রয়েছেন অশোক ভট্টাচার্য, ফুয়াদ হালিম, অনাদি সাহু এবং শ্যামল চক্রবর্তী। এদের মধ্যে আপাতত অশোক ভট্টাচার্য, ফুয়াদ হালিম, করোনাকে জয় করে বাড়ি ফিরলেও অনাদি সাহু এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ভাগ্যবশত করোনা কাছে পরাজিত হয়ে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শ্যামল চক্রবর্তীর।

তবে প্রায় প্রতিদিনই যেভাবে রাজ্যের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা করোনায় আক্রান্ত হয়েছেন, তাতে স্বাভাবিকভাবেই কপালে চিন্তা ভাঁজ পড়েছে আলিমুদ্দিনের। করোনা সংক্রমণ যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সে কথা মাথায় রেখে আপাতত আলিমুদ্দিনে বর্ষীয়ান নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে করোনাকে এড়িয়ে দলের কাজ কীভাবে চলবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত আলিমুদ্দিন।

RELATED ARTICLES

Most Popular