Homeএখন খবরকরোনায় আক্রান্ত হলেন কার্ত্তিক আরিয়ান; কেমন আছেন তিনি!

করোনায় আক্রান্ত হলেন কার্ত্তিক আরিয়ান; কেমন আছেন তিনি!

Advertisement

নিউজ ডেস্ক: ভারতবর্ষে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। করোনা আক্রান্তের সেই তালিকাতে নিত্য একের পর এক বলিউড সেলেবের নাম যুক্ত হতে দেখা যাচ্ছে। সেই তালিকায় এবার নাম লেখালেন কার্ত্তিক আরিয়ান। আর কার্ত্তিক সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করতেই তা ভক্তদের নজর কাড়ে। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান একটি প্লাস চিহ্ন দিয়ে লেখেন, “পজিটিভ হয়ে গেলাম, প্রার্থণা করুন।”

বর্তমানে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত কার্ত্তিক। তারই মাঝে করোনায় আক্রান্ত হয়ে পড়ার খবর সকলের নজরে আসে। মুহূর্তে ছড়ায় উদ্বেগ। তবে হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন কার্তিক।

প্রসঙ্গত, গত এক মাসে একাধিক বলিউড সেলেবেরা করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে সামনে। বর্তমানে তিনি ভুলভুলাইয়া- ২ ছবির শ্যুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন কার্ত্তিক। সেই কাজ থেকেই খানিক বিরতি। বলিউডের এই অভিনেতা সুস্থ হয়েই আবার সেটে ফিরবেন।

উল্লেখ্য, বলিউড ২০২০ সালে ভয়ানক ক্ষতির মুখ দেখেছে। বছরের শেষে স্বাভাবিক হওয়ার পর থেকেই ক্রমেই কাজে নেমেছে একে একে বলিউড সেলেবরা। হাতে জমে থাকা কাজ তড়িঘড়ি শেষ করার উদ্দেশ্যে নিয়েছে জীবনের ঝুঁকি। এর মধ্যেই একাধিক সতর্কতা মেনেই চলছে শ্যুটিং। তবে তারই মাঝে একের পর এক ছবির কাজ শেষ করা নিয়ে বেজায় ব্যস্ত সেলেব মহল। আর তাতেই বাড়ছে ঝুঁকি।

Advertisement

Advertisement

RELATED ARTICLES

Most Popular