Homeএখন খবরকরোনা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সাথে বৈঠক কেজরিওয়ালের

করোনা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সাথে বৈঠক কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এদিকে আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র, গুজরাটের পরই রয়েছে দিল্লির নাম। ফলে এই পরিস্থিতিতে রাজনৈতিক দ্বন্দ্ব দূরে সরিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুজনের। এদিন বৈঠকের শেষে কেজরিওয়াল টুইট করে জানান করোনা মোকাবিলায় যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ।

কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, কেন্দ্রের হাসপাতালগুলি বাদ দিয়ে রাজ্যের যে সকল হাসপাতাল আছে তাতে শুধুমাত্র দিল্লিবাসীরাই ভর্তি হতে পারবেন। শুধু তাই নয় পাশাপাশি তিনি জানান, এবার থেকে করোনার লক্ষ্মণ রয়েছে শুধুমাত্র এমন রোগীদেরই পরীক্ষা করা হবে। তবে কেজরিওয়ালের এই দুটি সিদ্ধান্ত মানতে নারাজ উপরাজ্যপাল অনিল বৈজল। তিনি বলেন, “হাসপাতাল সকলের জন্য। তাই এই পরিস্থিতিতে অনেক বাইরের লোক চিকিৎসা পাচ্ছেন না। প্রত্যেকে যেন সমানভাবে চিকিৎসা পান।” এই নিয়ে দুপক্ষের মধ্যে একপ্রকার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। পরে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনিল বৈজল এর প্রস্তাবই মেনে নেন কেজরিওয়াল। এরপরই বুধবার অমিত শাহর সঙ্গে বৈঠক করেন তিনি।

মহারাষ্ট্র, গুজরাটের পর দিল্লিতেও দিন দিন বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত রাজধানীতে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩২, ৮১০ জন। মৃত হয়েছে ৯৮৪ জন। চিকিৎসকদের দাবি, ৩১ শে জুলাই এর মধ্যে শুধুমাত্র দিল্লিতেই আক্রান্তের সংখ্যা দাঁড়াবে সাড়ে ৫ লক্ষ। সুতরাং তাদের চিকিৎসার জন্য প্রায় ৮০ হাজার বেড লাগবে বলেই মনে করবে দিল্লি সরকার।

RELATED ARTICLES

Most Popular