Homeএখন খবরবিজেপিতে বাজি রেখে লাখ লাখ টাকা হারাল খড়গপুর, বেলদা, গোয়ালতোড়, গড়বেতার...

বিজেপিতে বাজি রেখে লাখ লাখ টাকা হারাল খড়গপুর, বেলদা, গোয়ালতোড়, গড়বেতার ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা: লাখ লাখ টাকার বেটিং হয়েছিল বুধবার অর্থাৎ ভোট গননার ঠিক আগের দিন। খড়গপুর সদর কেন্দ্রের ওপর বাজি ধরেছিলেন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। তবে এদের মধ্যে বড় অংশই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। বুধবার সারাদিনই বেটিং চলেছে খড়গপুর, বেলদা, গোয়ালতোড়, গড়বেতা সহ বিভিন্ন এলাকায়। লক্ষ লক্ষ টাকার বেটিং।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বেটিংয়ের হার দেখে রীতিমত চমকে উঠতে হয়েছে কেউ ৫হাজারের অপর বেট রেখেছেন ১০হাজার টাকা অবধি। অর্থাৎ খড়গপুর সদরের তৃনমূল প্রার্থী হারলে যিনি ৫হাজার টাকা দিতে রাজি হয়েছেন তাঁর সঙ্গে যিনি বেট রেখেছেন তিনি বিজেপি হারলে দিতে রাজি হয়েছেন ১০হাজার টাকা। ভোট গননার শেষে ৫ হাজারে ১০হাজার মিলেছে তৃণমূলের ওপর বেট রাখা জুয়াড়ির।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খোঁজ নিয়ে দেখা গেছে বিজেপি প্রার্থীর পক্ষেই মোটা অঙ্কের বেট রাখা হয়েছিল বেশি তুলনায় তৃণমূল প্রার্থীর পক্ষে বেটিং অঙ্কের পরিমান কম। যেমন গোয়ালতোড়ের এক ব্যবসায়ী জানিয়েছেন তৃণমূলের পক্ষে ৩ হাজার টাকা বেটিং ধরে তিনি একজনের কাছ থেকে ৫হাজার টাকা জিতেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন এই ছোটখাটো বেটিংয়ের বাইরে গিয়েও বেটিং রেট উঠেছে ১৫ থেকে ২০হাজার অবধিও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরকমই খবর এসেছে গড়বেতা, বেলদা, খড়গপুর থেকেও। এই এলাকায় সর্বোচ্চ ৩০হাজার অবধি বেটিং উঠেছে। কোথাও কোথাও একাধিক ব্যক্তি মিলে কম অঙ্কের টাকা নিয়ে মোটা অঙ্কে বেটিং ধরা কোনও ব্যক্তির বিপক্ষে বাজি রেখেছেন। বেটিং জিতে টাকা ভাগ করে নিয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবশ্য শুধুই টাকার অঙ্কে নয় বেটিং হয়েছে খাসি, ব্রয়লারের মাধ্যমে। গ্রামীন এলাকায় কিংবা মফস্বলের ক্লাবগুলিতে ৩কেজি খাসি কিংবা ৫কেজি ব্রয়লার ধরা হয়েছিল বেটিং  হিসাবে। বৃহস্পতিবার রাতেই সেই সব ক্লাব অথবা এলাকায় সদ্ব্যবহার করা হয়েছে পিকনিক করে।
   

RELATED ARTICLES

Most Popular