Homeএখন খবর' বিজেপি বাঁচাও' ডাক দিয়ে মাঠে নামছে গোঁজ প্রার্থী, হাতিয়ার পিএমও র...

‘ বিজেপি বাঁচাও’ ডাক দিয়ে মাঠে নামছে গোঁজ প্রার্থী, হাতিয়ার পিএমও র চিঠি

নিজস্ব সংবাদদাতা: ঘোর সংকটে খড়গপুর বিজেপি, দলের বিরুদ্ধেই গোঁজ প্রার্থী দিতে মরিয়া দলেরই একটা অংশ এবং তাঁদের হাতিয়ার হতে চলেছে বিজেপির অফিসিয়াল সম্ভাব্য প্রার্থী প্রেমচাঁদ ঝা য়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজ্য সরকারকে পাঠানো একটি চিঠি, যে চিঠিতে কেন্দ্র রাজ্যকে জানতে চেয়েছে যে, খড়গপুর শহরে এক স্বাধীনতা সংগ্রামীর পরিবারের জমি জোর করে দখল নেওয়ার যে অভিযোগ ওই পরিবারের পক্ষ থেকে করা হয়েছে সেই ব্যাপারে রাজ্য সরকার কি উদ্যোগ নিয়েছে ?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য খড়গপুর শহরের তলঝূলির বাসিন্দা জনৈক যজ্ঞেশ্বর বেরা নামক এক ব্যক্তি অভিযোগ করে ছিলেন যে তাঁদের তিন কোটি টাকা মূল্যের জমির বেনামি কাগজ তৈরি করে প্রেমচাঁদ ঝার মধ্যস্থতায় কলকাতার এক ব্যবসায়ীকে বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি আদালত অবধি গড়িয়েছে এবং আদালতের নির্দেশে খড়গপুর টাউন পুলিশ ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে ঝা এবং জমির তথাকথিত বেনামি মালিকের বিরুদ্ধে।

বেরা যে হেতু স্বাধীনতা সংগ্রামী পরিবার তাই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরেরও হস্তক্ষেপ প্রার্থনা করে চিঠি দেন। পিএমও বিষয়টিকে যথেষ্টই গুরুত্ব সহকারে দেখছে বলেই জানা গেছে। সেই পিএমও দপ্তর থেকেই চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্যসচিবকে জানতে চাওয়া হয়েছে সরকারের ভুমিকা সম্পর্কে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝা নিজে অবশ্য বিষয়টি উপেক্ষা করে বলেছেন একজনের জমি আরেকজনকে বিক্রি করেছে এতে আমার কোনও ভুমিকা নেই। যদিও বিষয়টি মানতে রাজী হয়নি বিজেপির মধ্যেই থাকা ঝা বিরোধীরা। তাঁদের দাবি শুধু ওই জমি নয়, শহরের মধ্যে জমির নানা প্রকারের লেনদেনের সঙ্গে যুক্ত ঝা র ছোট ট্যাংরার ফ্ল্যাট নিয়েও নানা সমস্যা তৈরি হয়েছিল এক সময় যা তিনি ম্যানেজ করেছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝায়ের বিরোধীদের আরও দাবি বর্তমান সাংসদ তথা প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের নাম ভাঙিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের পাশাপাশি উপার্জন করে চলেছেন। ঝা য়ের মদতেই পুরোনো কর্মী সমর্থকদের দুরে ঠেলে সরিয়ে দিয়েছেন। বিক্ষুদ্ধ এই কর্মী সমর্থকদের ক্ষোভ রয়েছে সাংসদ দিলীপ ঘোষেরও বিরুদ্ধে। এঁদের দাবি দিলীপ ঘোষের প্রত্যক্ষ মদতেই ঝা খড়গপুর থেকে বিজেপির আদি কর্মী সমর্থকদের কোনঠাসা করে ফেলা হয়েছে দলে। সাংসদ এতটাই দাম্ভিক যে তাদের সঙ্গে দেখাই করেননা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রার্থী নিয়ে ক্ষোভ ঝরে পড়তে দেখা গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে রাজী হননি বিজেপি সভাপতি। তাঁর কথায় যে যাই বলুক প্রার্থী ঘোষনা হলে টিম বিজেপি এক সাথেই কাজ করবে। আর বিজেপি সোশ্যাল মিডিয়ার রাজনীতিতে বিশ্বাস করেনা। হয়ত তাই কিন্তু এটাও ঘটনা যে, দিলীপ ঘোষের সুপারিশ করা প্রার্থীকে এখুনি গিলতে পারছেনা দিল্লি। আরএসএসের রিপোর্ট পাওয়ার পর প্রার্থী ঘোষনা পিছিয়ে গেছে। আরও তিন চারদিন সময় লাগতে পারে জানা গেছে প্রার্থী ঘোষনায়। তারই মধ্যে বিকল্প নাম খতিয়ে দেখছে দল। 

RELATED ARTICLES

Most Popular