Homeএখন খবরঝা তেই অনড় দিলীপ, প্রদীপ-প্রেমচাঁদ বৈঠক ফাঁস, শোক পালন করছে খড়গপুর...

ঝা তেই অনড় দিলীপ, প্রদীপ-প্রেমচাঁদ বৈঠক ফাঁস, শোক পালন করছে খড়গপুর শহর বিজেপি

সেই বৈঠক! সৌজন্যে হিন্দুস্তান টিভি 

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর শহর বিজেপির ৮০শতাংশ নেতা কর্মীর তীব্র বিরোধিতা স্বত্তেও উপনির্বাচনে প্রেমচাঁদ ঝা কেই প্রার্থী পদে দেখতে চান বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ। আর সে কারনেই গোটা শহর বিজেপি কার্যত শোক পালনের মত অবস্থায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির এক কর্মীর কথায়, ‘আমরা হাসপাতালের দরজার সামনে বসে আছি, ভেতরের মানুষটার ব্রেন ডেথ হয়ে গেছে, চিকিৎসকদের ঘোষনার অপেক্ষায়।’ঘটনা এটাই। উপনির্বাচনের দিন ঘোষনা হয়ে গেছে কিন্তু শহর জুড়ে মুষড়ে পড়ে আছে বিজেপি কর্মীরা। সবার একটাই প্রশ্ন কি লাভ লড়ে? আমরা তো হেরেই বসে রয়েছি। এখন শুধুই ঘোষনার অপেক্ষায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাত্র কয়েকমাস হয়েছে লোকসভা নির্বাচনে ৪৫ হাজার ভোটে বিজেপিকে লিড দিয়েছে খড়গপুর শহর। আর সেই খড়গপুরের চারজন মন্ডল সভাপতির তিনজনই কুঁকড়ে রয়েছে কর্মীদের কাছে। কর্মীরা প্রেমচাঁদ ঝা প্রার্থী হচ্ছেন শোনার পর থেকে কাজে নামতেই নারাজ। উল্টে চোখা চোখা বাক্যবানে বিদ্ধ করছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক সভাপতি বলেই ফেললেন, ‘ভোট নয় যেন দলের  হবিষ্যী রান্না করছি দাদা। গোটা শহর জানে ঝা য়ের মত অপদার্থ লোক নেই। দিলীপ ঘোষের নাম করে রেলের লেবার কন্ট্রাক্ট নেওয়া ছাড়া আর কিছুই করেনি তবুও দিলীপদার ওকেই চাই। আমার মত মনে হচ্ছে ঝা দিলীপদার এমন কিছু গোপন রহস্য জানে যা ফাঁস হলে বিপদে পড়বেন এই ভয়েই…..”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে দিলীপ ঘোষের গোপন রহস্য না জানা গেলেও বিজেপির নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে ঘুরছে প্রেমচাঁদ ঝা আর তৃনমূল প্রার্থী তথা পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের একটি বৈঠকের ভিডিও। বিজেপি কর্মীরা লিখছেন, বখরার ভাগ নিয়ে প্রদীপের অ্যান্টি চেম্বারে ওই মিটিং হচ্ছিল। খবর আছে যে এই ভিডিও ক্লিপ বিজেপির তরফেই তুলে দেওয়া হয়েছে একটি চ্যানেলে। শুক্রবার রাতে ‘বখরার ভাগ’ শিরোনামে সেই খবর সম্প্রচারিতও হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিপদে পড়েছেন খড়গপুরে আসা  বিজেপির দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক হুকুম চাঁদ গুপ্তা, সঞ্জয় সিংহরা। কর্মীরা ঝা র সাথে সাথেই দিলীপ ঘোষের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। গত সাড়ে তিন বছরে বিধায়ক দিলীপের প্রতিনিধি হিসাবে প্রেমচাঁদ কিছুই কাজ করেননি এমনটাই দাবি তাঁদের। নিজের ওয়ার্ডেই বুথ কমিটি গঠন করতে পারেনা এমন লোককে প্রার্থী করা হয় কি করে?

বিজ্ঞাপন 

দুই পর্যবেক্ষককে ক্ষোভ উগরে দিয়েছে মহিলা শাখার কর্মীরাও। তীব্র বিরোধিতা রয়েছে বিজেপির জেলা কমিটির পক্ষেও। জেলা কমিটির ভারত মাতা সমিতির একটা অংশ পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে, ঝা প্রার্থী হলে কাজ করবেনা তাঁরা বরং খড়গপুরের প্রবীন নেতা প্রদীপ পট্টনায়ক প্রার্থী হলে তাঁর হয়েই কাজে নামবেন তাঁরা। 

RELATED ARTICLES

Most Popular