Homeএখন খবরএকই মঞ্চ থেকে ছটের শুভেচ্ছা দুই প্রার্থীর, মাস্টারমশাইয়ের কৌশলের কাছে হার মানলেন...

একই মঞ্চ থেকে ছটের শুভেচ্ছা দুই প্রার্থীর, মাস্টারমশাইয়ের কৌশলের কাছে হার মানলেন ছাত্র

নিজস্ব সংবাদদাতা: একেই বলে পুরোনো চাল ভাতে বাড়ে। শনিবার খড়গপুর শহরের মন্দিরতলার পুকুর সংলগ্ন একটি বড় মঞ্চ বানানো হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। উদ্দেশ্য সেখানেই বসেই ছট ভক্তদের সাথে জনসংযোগ করবেন পুরসভার চেয়ারম্যান তথা খড়গপুর সদর বিধানসভার প্রার্থী প্রদীপ সরকার। সেই মত সহ কাউন্সিলারদের নিয়ে মঞ্চে চলে আসেন প্রদীপ সরকার। চলতে থাকে শুভেচ্ছা বিনিময়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘন্টা খানেক চলার পর দলীয় কর্মীদের নিয়ে  মন্দির তলায় পৌঁছে যান কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল। পরিকল্পনা ছিল মন্দিরতলায় গিয়ে তিনিও ছট ভক্তদের সাথে কুশল বিনিময় করবেন। ঘটনাস্থলে গিয়ে পৌরসভার তরফে বানানো মঞ্চ দেখে সটান মঞ্চে উঠে পড়েন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অতুলমনি স্কুলের বাংলার মাস্টারমশাই চিত্তরঞ্জন মণ্ডলের এই বাউন্স সামলাতে পারেনি তাঁরই ছাত্র মঞ্চে বসে থাকা প্রদীপ সরকার। মহেন্দ্র সিং ধোনির একদা কাছের মানুষ প্রদীপ অনেকটা হতভম্ব হয়েই মাইক তুলে দেন মাস্টারমশাইয়ের হাতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাস্টারমশাইয়ের এই হঠাৎ দেওয়া বাউন্সয়ে চমকে গেছেন মাস্টারমশাইয়ের সঙ্গে থাকা কংগ্রেসের কর্মীরাই। টাউন কংগ্রেসের নির্বাচনী কমিটিতে থাকা এক নেতা জানালেন, আমরা মন্দিরতলায় গেছিলাম ছটপুজোয় অংশ নেওয়া মানুষজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চিত্ত বাবুকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যেহেতু খড়গপুর শহরের অবাঙালি ভাষাভাষির  একটি বড় অংশ মন্দিরতলাতেই সমবেত হন তাই এটা ছিল আমাদের নির্বাচনি প্রচারের একটা অংশ। কিন্তু তারও চেয়ে এক কদম এগিয়ে মাস্টারমশাই যে মঞ্চে উঠে যাবেন ভাবতেই পারিনি। পরে মনে হল সত্যিতো উনি মঞ্চে ওঠার অধিকারী। মঞ্চ যখন পৌরসভার আর উনি ১০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তখন উনি মঞ্চে যেতেই পারেন।তবে আমরা সত্যি চমকে গেছি মাস্টারমশাইয়ের এই কৌশলে ।”

এদিকে মাস্টারমশাইকে মঞ্চে দেখে গদগদ হয়ে পড়েন কংগ্রেস থেকে তৃণমূলে আসা কাউন্সিলর কল্যাণী ঘোষ। প্রদীপ সরকারের লোকেরা মাঝরাতে তাঁর বাড়িতে হানা দিয়ে জোর করে প্রদীপের প্রার্থী পদের সুপারিশে সই করিয়ে নিয়েছিলেন এই বর্ষীয়ান নেত্রী। চিত্তবাবুকে মঞ্চে প্রণামও করেন তিনি । সব মিলিয়ে ছট রাউণ্ডে প্রদীপ সরকার একটু পিছিয়েই পারলেন প্রাক্তন শিক্ষকের কাছে। 

RELATED ARTICLES

Most Popular