Homeএখন খবরখড়গপুরের জন্য পরিছন্ন বিধায়ক চাই ! মাস্টারমশাইয়ের রাস্তায় নামছে ছাত্র ব্রিগেড

খড়গপুরের জন্য পরিছন্ন বিধায়ক চাই ! মাস্টারমশাইয়ের রাস্তায় নামছে ছাত্র ব্রিগেড

নিজস্ব সংবাদদাতা: কারও বয়স ২৫, কারও আবার ২৮। এই বয়সের মধ্যেই রয়েছে জনা ২০যুবক। অতুলমনি উচ্চ মাধ্যমিক স্কুলে এরা বাংলা অথবা সংস্কৃত পড়েছেন মাস্টারমশাইয়ের কাছে। এরকমই একটা দল সাত সকালে হাজির মাস্টারমশাইয়ের বাড়ি, ”স্যার, আপনার হয়ে কাজ করতে চাই। আপনাকে আমাদের শহরের বিধায়ক হিসাবে দেখতে চাই।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন মণ্ডল বললেন, ”সেদিন সকালে যখন ওরা এসে আমার কাছে হুমড়ি খেয়ে পড়ল আর বলল, স্যার আপনার হয়ে কাজ করতে চাই। তখন আমার চোখের জল বাঁধ ভাঙল। মনে মনে বললাম,  এত বড় জয় এমনিতেই পেয়ে গেলাম! না, আমি ভোটের জয়ের কথা বলছিনা, বলছি একজন শিক্ষকের জয়ের কথা। সেই শিক্ষকের শিক্ষক জন্ম স্বার্থক যাঁকে পেশাগত জীবনের পরেও ছাত্ররা মনে রাখে। আমি সেখানেই জিতে গিয়েছি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রাঞ্জল দাশগুপ্ত, উজ্জ্বল মুখার্জী, বিপ্লব দাস, সৈকত সিংহ, সৌরভ রাউত, আকাশ রাউত এরকমই এক ঝাঁক নাম। কেউ বেসরকারি কোম্পানী অথবা কারখানায় কাজ করেন , কেউ আবার ব্যবসা করেন। খড়গপুর শহরের  মালঞ্চ, খরিদা, নিমপুরা এলাকার এই ছাত্র ব্রিগেড এবার মাঠে নামছেন তাঁদের প্রিয় মাস্টারমশাইয়ের হয়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মালঞ্চ বালাজি মন্দির এলাকার বাসিন্দা প্রাঞ্জল জানালেন, ‘সততা , নিরাহংকারের এমন মানুষকে বিধায়ক হিসাবে পেলে এই শহর গর্ব অনুভব করবে। শুধু শিক্ষক নয় ওনাকে আমরা দীর্ঘদিন কাউন্সিলর ও খড়গপুরের উপ পৌরপিতা হিসাবেও দেখেছি। এমন জনদরদি মানুষ প্রায় বিরল। তাই ওনার হয়ে কাজ করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছি। আমরা বন্ধুরা ঠিক করেছি স্যার যেমন ভাবে আমাদের কাজে লাগাতে চান , তেমন ভাবেই কাজ করব আমরা।”  

RELATED ARTICLES

Most Popular