Homeএখন খবরএই উপনির্বাচনে দ্বিধাহীন সমর্থন কংগ্রেসকে , সামনের লং-মার্চেও ওঁদের চাই ; বললেন...

এই উপনির্বাচনে দ্বিধাহীন সমর্থন কংগ্রেসকে , সামনের লং-মার্চেও ওঁদের চাই ; বললেন সূর্য

নিজস্ব সংবাদদাতা: দেশব্যাপী দানবীয় ফ্যাসিস্ত শক্তির মোকাবিলায় কংগ্রেসকে সঙ্গে নিয়েই লড়তে চাইছে সিপিএম। শুধুই এই উপনির্বাচনই নয় আগামী দিনে সমস্ত আন্দোলনেই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই হচ্ছে বলে জানিয়ে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার মেদিনীপুর শহরে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০০বছর পূর্তি অনুষ্ঠানে মিশ্র বলেন, ”জরুরি অবস্থার সময়ের থেকেও খারাপ। জরুরি অবস্থার সময় দৈহিক আক্রমন ছিল। অস্ত্রের আক্রমন ছিল। কিন্তু মস্তিস্কে আক্রমন করতে পারেনি। আর এখন একটা সরকার কৌশলে দেশবাসীর মস্তিস্কে আক্রমন করে বিভাজন তৈরি করছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করছে। এমন ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে কমিউনিস্টদের লাল ঝাণ্ডার সঙ্গে তেরঙ্গা ঝান্ডাকেও চাই। কংগ্রেসের মতো দল গুলিকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেদিনীপুর শহরে উক্ত অনুষ্ঠানের পাশাপাশি এদিন সুকুমার সেন গুপ্ত স্মারক বক্তৃতা উপলক্ষ্যে বিদ্যাসাগর হল ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম আয়োজিত সভায় সূর্যকান্ত মিশ্র বলেন, ‘লোকসভা ভোটে আমাদের দলের লাইন ঠিক ছিল। আমাদের লাইন প্রয়োগ করা সম্ভব হয়নি। তবে এটা আমরা অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি যে, আমাদের লাইন ঠিকই ছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর তাই আমরা কংগ্রেসের সঙ্গে একসাথে রাজ্যের তিনটি বিধানসভার উপ নির্বাচনে লড়াই করছি। তিনি বলেন, কোন গোপন আলোচনা নয়। আমরা প্রকাশ্যে কংগ্রেসের সঙ্গে একসাথে লড়াইয়ের পথে নামছি।সিপিএম রাজ্য সম্পাদক বলেন,  ” অনেকেই আমাদের জিজ্ঞাসা করেন ৩৪ বছর ক্ষমতায় ছিলেন। আর ফিরে আস্তে পারবেন? আমরা তাঁদের বলি, সরকারের ক্ষমতায় আসার জন্য জন্মায়নি। কমিউনিস্টরা ফিরে আসবে কি আসবেনা সেই জন্য কমিউনিস্ট পার্টি তৈরি হয়নি। আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম, থাকবো।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এদিনের সভায় স্বীকার করছেন, ভুল ধারনা নিয়ে পার্টির অনেক কর্মী সদস্য লোকসভা ভোটে ওদিকে চলে গেছলেন। তাঁরা তিক্ত অভিজ্ঞতা অর্জন করে আবার ফিরতে শুরু করেছেন। বই পড়ে, বক্তৃতা দিয়ে মানুষকে বোঝানো যাবেনা। নিজেদের অভিজ্ঞতা থেকে মানুষ বুঝবেন। এটা দৃঢ় বিশ্বাস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন, ভুল বুঝিয়ে, মিথ্যে বলে কোন মানুষের সমর্থন চিরদিনের জন্য পাওয়া যায়না। সূর্য মিশ্র বলেন, কমিউনিস্ট পার্টির একশ বছরের অভিজ্ঞতাতে যথেষ্ট নয়। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আক্রমনের ধরন বদলাচ্ছে। নিজেদের দোষ ঢাকতে এনআরসি, পালামা, রামমন্দির প্রসঙ্গ সামনে আনছে। এটা সবাইকে বুঝতে হবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিশ্র স্মরণ করিয়ে দেন অনেকে মনে করেছিলেন, বিজেপিকে হটাতে তৃণমূলের হাত ধরতে হবে। আবার কেউ মনে করেছিলেন, রাজ্য থেকে তৃণমূলকে হঠাতে বিজেপির হাতধরতে হবে। এধারনা ভুল। সূর্যকান্ত মিশ্র বলেন, বিজেপি ও তৃণমূল এঁকে অপরের দোসর। তাই এই দুই দলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে’। সভায় সূর্যকান্ত মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক, রাজ্য কমিটির সদস্য তরুণ রায়, তাপস সিনহা সহ জেলা নেতৃত্বরা। এদিনের সভায় ছিল উপচে পড়া ভিড়।

RELATED ARTICLES

Most Popular