Homeএখন খবরচেনা ক্লাবে জয়ের উল্লাস! শুনশান দলীয় দপ্তরে বসে ঘাতক খুঁজছে বিজেপি

চেনা ক্লাবে জয়ের উল্লাস! শুনশান দলীয় দপ্তরে বসে ঘাতক খুঁজছে বিজেপি

শুনশান ঘোষের বাংলো আর বিজেপি অফিস 

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর শহরের উত্তর থেকে দক্ষিন আর পুর্ব থেকে পশ্চিম প্রায় শ’ খানেক ক্লাব বৃহস্পতিবার বিকাল থেকেই উল্লাসে ফেটে পড়েছে। দেদার মাইক আর নাচ, মুহুর্মুহু ফাটছে পটকা। চলছে নাচ গান, রাতে কোথাও কোথাও গরম জলের ব্রয়লার। দুপুর ১২টার আগেই ট্রেন্ড পরিষ্কার হয়ে যাওয়ার পর ফাঁকা হয়ে যাচ্ছিল খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে থাকা বিজেপির ট্রেন্ট। সন্ধ্যার পর তারা কেউ ফিরে আসেনি স্থানীয় পার্টি অফিসে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সন্ধ্যায় পুরোনো বাজারের মোড়ে তুষার মুখার্জীর পার্টি অফিস কিংবা সাউথ সাইড পার্টি অফিস শুনশান। আরও একটু এগিয়ে আরপিএফ হেড কোয়াটার লাগোয়া খোদ দিলীপ ঘোষের বাংলো কাম অফিসও শুনশান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সামনে গোটা কয়েক বাইক দাঁড় করানো। সমস্ত পার্টি অফিসের ভেতরেই হাতে গোনা দু-চারজন কট্টর কর্মী সমর্থক আর এক আধজন নেতা। গম্ভীর ভাবে ঘাতক খুঁজতে ব্যস্ত। হিসাব মেলানোর ফাঁকে ফাঁকেই ওই দু-চারজন কর্মীই ফোন মারফৎ খবর নিতে গিয়ে চমকে উঠছিল অতি পরিচিত ক্লাবগুলিতেও বাজছে মাইক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২০১৬ সালে কোথাও হনুমান বসেছিল আর কোথাও রাতারাতি ঢালাই হয়ে গিয়েছিল এই সব ক্লাবগুলির মেঝে কার্নিশ কিংবা ছাদ। আর ভোটের পরেই বাম কংগ্রেস জোট অবাক হয়ে দেখেছিল বিজেপির দিলীপ ঘোষ জেতার পর উল্লাসে ফেটে পড়েছিল সেই সব ক্লাব। ঠিক এবার সেই অবাক হওয়ার পালা বিজেপির! দেখছে, প্রদীপ সরকারের জয়ের পর একের পর ক্লাবে বাজছে মাইক, ফাটাচ্ছে পটকা। কি মন্ত্রে এই ভোলবদল খুঁজে বেড়াচ্ছে বিজেপি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হ্যাঁ, দিলীপ ঘোষের দাম্ভিকতা, ঔদ্ধত্ব নিশ্চিতভাবেই প্রভাব ফেলেছে বিজেপির ভোটে, এটাও ঠিক এনআরসি ইস্যু চিন্তায় ফেলেছে খড়গপুরের সংখ্যালঘু আর উদ্বাস্তু অধ্যুষিত ২৫টি বুথে। পাশাপশি এটাও ঠিক যে এই ক্লাব পলিটিক্সেও হেরে গিয়েছে বিজেপি। ২০১৬ ক্লাবগুলির সিংহভাগই চলে গিয়েছে তৃণমূলের পকেটে। আর পরিবার পরিজন সমেত তাঁরাও সিঁদ কেটেছে বিজেপির ঘরে।

RELATED ARTICLES

Most Popular