Homeএখন খবরপুরোনো ছাতা দিয়েই মাথা বাঁচালেন কর্মীরা, বুলবুলের দাপটেও অব্যহত প্রচার

পুরোনো ছাতা দিয়েই মাথা বাঁচালেন কর্মীরা, বুলবুলের দাপটেও অব্যহত প্রচার

নিজস্ব সংবাদদাতা: কাজে লেগে গেল পুরোনো ছাতাই আর তাই দিয়ে প্রার্থীর সাথে প্রচারে নামলেন দুই রাজনৈতিক দলের কর্মীরা। খড়গপুর সদর বিধানসভা নির্বাচনের শনিবার প্রচারের দিনটি কার্যত ছাতা নির্ভর হয়ে রইল। দলীয় কর্মীরা খুঁজে পেতে বের করলেন গত নির্বাচনের সময় দলের তরফে বিলি করা ছাতা গুলি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাতে গোনা ১৬দিনের মাথায় খড়গপুর সদর সহ রাজ্যের তিন বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচন। প্রচারের সময় আরও দেড় দিন কম। এই তিন বিধানসভার মধ্যে রয়েছে করিমপুর ও কালিয়াগঞ্জ। ওই দুই বিধানসভা এলাকায় প্রকৃতি স্বাভাবিক থকলেও বুলবুলের প্রভাবে খড়গপুর সদরের অবস্থা খুবই খারাপ। শনিবার ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি দিনভর দাপিয়ে যাচ্ছে শহরে। পরিস্থিতি ক্রমশই ঘোরালো হচ্ছে। আর  তারই মধ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কেউ ছাতা মাথায় কেউ আবার রেনকোট পরেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার বৃষ্টি উপেক্ষা করেই প্রচারে নামেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ও কংগ্রেসের চিত্তরঞ্জন মণ্ডল। প্রদীপ সরকার তৃণমূলের কর্মীদের নিয়ে নিমপুরা এলাকার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারের যান। মুলত অবাঙালি ভাষাভাষি অধ্যুষিত এলাকায় প্রদীপের সমর্থনে দলীয় প্রতীকের ছাতা নিয়ে তাঁর দলের পুরুষ ও  মহিলা কর্মীরা সামিল হন এই প্রচারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলও এদিন প্রচার চালিয়েছেন ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের মালঞ্চরোড সংলগ্ন এলাকায়। মাস্টারমশাই এদিন নিজে অবশ্য রেন কোট পরে প্রচারে নামলেও তাঁর সঙ্গিদের হাতে ছিল কংগ্রেসের প্রতীক দেওয়া পতাকাই।
             
 এই সব পতাকা সাধারন ভাবে ভোটের সময় কর্মীদের ব্যবহার করতে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের প্রাক্কালে কর্মীদের দিয়ে থাকে। একই সঙ্গে মাথা বাঁচানো ও প্রচার দুই কাজে লেগে যায় এই ছাতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দু’দলই জানিয়েছে সাধারন ভাবে চড়া রোদের সময় নির্বাচন হয়ে থাকে। তাই কর্মীদের রোদের তাপ থেকে মাথা বাঁচাতে এই ছাতা দেওয়া শুরু হয়।  পরে বড় বড় মিছিলেও এই পতাকার ব্যবহার শুরু হয়। যদিও ভোট পেরিয়ে যাওয়ার পর এই ছাতা খুব একটা নিয়ে বের হননা কর্মীরা। জনসমক্ষে সেই ছাতা তখন কিছুটা সংকোচের কারন হয়ে দাঁড়ায় । তুলে রাখা হয় ঘরের এক কোনেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার যেহেতু উপনির্বাচন এবং শীত প্রায় দোর গোড়ায় তাই এবার ছাতার কথা ভাবাই হয়নি। গত বিধানসভা নির্বাচনের ছাতাই কংগ্রেস ও লোকসভা নির্বাচনের ছাতা নিয়েই শনিবার প্রচারে নেমেছিল কর্মীরা।

RELATED ARTICLES

Most Popular