Homeএখন খবরখড়গপুর খ্রিস্টীয় কবরখানায় অলোকসজ্জায় পালিত হল অল সোল ডে

খড়গপুর খ্রিস্টীয় কবরখানায় অলোকসজ্জায় পালিত হল অল সোল ডে

নিজস্ব সংবাদদাতা: ২ নভেম্বর খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন।  অল সোল ডে নামক পালিত এই দিনটিতে মৃত পুর্ব পুরুষদের উদ্দেশ্য আলো জ্বালিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।

অনেকটাই হিন্দুদের দীপাবলী কিংবা মুসলিমদের সবেবরাতের মত এও এক আলোর উৎসব। 

খড়গপুর নিউ সেটেলমেন্ট লাগোয়া রাবনপোড়া ময়দান ঘেঁষা প্রায় শতবর্ষ পুরোনো ইংরেজ আমলের খ্রিস্টীয় কবরখানা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখানে সারি দিয়ে শুয়ে রয়েছেন ঔপনিবেশিক খড়গপুরের ইতিহাস। খড়গপুরের প্রথম চার্চটির প্রথম যাজক থেকে শুরু করে খড়গপুর রেল কারখানার স্থপতিদের কবর এখনও গেলে দেখা মেলে।

ওখানকার ছায়া সুনিবীড় পরিবেশের শত শত ইতিহাসের কবরের ওপর অজস্র শোকগাথা এখনও নজরে পড়ে। কারুকার্যময় বহু স্মৃতি, পিতলের ফলক চুরি গেছে, কেউ কেউ নষ্ট করেছে শ্বেত পাথরের মর্মর মূর্তি। তবুও এখনও অটুট ইতিহাস। ২রা নভেম্বর, শনিবার সেই কবরখানার কিছু অলোকচিত্র ধরা পড়ল দ্য খড়গপুর পোষ্টের ক্যামেরায়। 

RELATED ARTICLES

Most Popular